Barak UpdatesHappeningsCulture
বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখার রবি প্রণাম
ওয়ে টু বরাক, ১৪ মে : ১২ মে রবিবার সন্ধ্যায় বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখা আয়োজন করে ‘রবি-প্রণাম’ শীর্ষক অনুষ্ঠান। এক সভা সদস্যের বাড়িতে ঘরোয়া পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ছিল আন্তরিকতার স্পর্শ। শুরুতে অর্কদ্যুতি নাথের দুখানি সঙ্গীতের মাধ্যমে এবং পরবর্তীতে কল্যাণী দাম, সুমিতা ভট্টাচার্য, সমরবিজয় চক্রবর্তী, নীলাভ দেব, অতিথি শিল্পীদ্বয় পারমিতা দাস ও দেবশ্রী নাথ সঙ্গীতের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তবলায় তাদের সহযোগীতা করেন অনুপম মণ্ডল।
কবিতা পাঠ করেন প্রিয়তনু গোস্বামী। নৃত্যে অংশগ্রহণ করেন সোমদত্তা দাস, ইন্দ্রাণী ভট্টাচার্য, নিবেদিতা চক্রবর্তী ও সুভদ্রা ভট্টাচার্য। জীবনে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য ভূমিকার কথা স্মরণ করে আসাম সরকারের সাহিত্য পেনশন প্রাপ্ত লেখিকা জয়া দেব এবং শিলচর শাখার সভাপতি বিশিষ্ট লেখক সমরবিজয় চক্রবর্তী বর্তমান সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। মঞ্জরী হিরামণি রায় কবির প্রতি তার ব্যক্তিগত অনুভূতির কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কবিতা পাঠে ও সঞ্চালনায় ছিলেন সংহিতা দত্ত চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সন্দীপন দত্ত পুরকায়স্থ। উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে অধিকাংশই ছিলেন শিল্পী ও সাহিত্যসেবী। ফলে গোটা অনুষ্ঠানটাই একটা ভিন্ন মাত্রা লাভ করে। নৈশ আহার ও প্রীতি সম্মেলনের মধ্যে দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। কবির জন্ম জয়ন্তী ঘিরে বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখার এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী, সুরজিৎ দাশগুপ্ত, পার্থ দাস, ভাস্কর নাথ প্রমুখ।