Barak UpdatesHappeningsBreaking News
বাংলা সাহিত্য সভার শিলচর সমিতিতে ড. দেবতোষ সাধারণ সম্পাদক, সুদর্শন-শতদল সহ-সম্পাদক
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বর : বাংলা সাহিত্য সভা, অসম-এর শিলচর সমিতি গঠিত হয়েছে৷ সভাপতি পদে মনোনীত হলেন সমরবিজয় চক্রবর্তী, কার্যকরী সভাপতি সুব্রত দাস৷ তিন উপ সভাপতি আশোক বার্মা, ড. হিমাশিস ভট্টাচার্য ও অধ্যাপক আজম মজুমদার৷ সাধারণ সম্পাদক ড. দেবতোষ চক্রবর্তী, সহকারী সাধারণ সম্পাদক সুদর্শন গুপ্ত এবং শতদল আচার্য। কোষাধ্যক্ষ ড. বিনয় পাল। প্রচার সম্পাদক অনির্বাণজ্যোতি গুপ্ত। সামাজিক মাধ্যমের দায়িত্বে নিবেদিতা চক্রবর্তী। সাংস্কৃতিক সম্পাদক সংহিতা দত্তচৌধুরী। কার্যকরী সদস্য ড.গঙ্গেশ ভট্টাচার্য, গৌতম দত্ত এবং শুদ্ধসত্ত্ব চৌধুরী।
উপদেষ্টারা হলেন শল্যচিকিৎসক ডা. কুমারকান্তি দাস, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.সুখময় ভট্টাচার্য ও দৈনিক যুগশঙ্খ পত্রিকার কর্ণধার বিজয়কৃষ্ণ নাথ৷
বুধবার এই উদ্দেশে শিলচর ডেফোডিলস স্কুলে বিদ্বজ্জন সমাবেশ হন। প্রথমে বাংলা সাহিত্য সভা, অসম-এর রাজ্য সমিতির যুগ্ম সম্পাদক সন্দীপন দত্ত পুরকায়স্থ সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সাংগঠনিক বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ড. বরুণজ্যোতি চৌধুরী৷ সভার সভাপতির ভাষণে কবি-সাহিত্যিক সমরবিজয় চক্রবর্তী বাংলা সাহিত্য সভা, অসম-এর প্রাসঙ্গিকতা সম্পর্কে বক্তব্য রাখেন। বাংলাভাষা, সাহিত্য ও সংস্কৃতির নিরন্তর উন্নয়নের পাশাপাশি অসমের বিভিন্ন জাতি-গোষ্ঠী, তাঁদের ভাষা, সাংস্কৃতিক সংস্থার সংগে সমন্বয় বজায় রেখে চলা এই সংস্থার বিশেষ উদ্দেশ্য বলে জানান সভাপতি চক্রবর্তী।
“বিভেদের মাঝে দেখো মিলন মহান”, “বৈচিত্রের মধ্যে ঐক্য” যা ভারতের শ্বাশত বাণী, এরই বলিষ্ঠ প্রতিধ্বনি মেলে তাঁর বক্তব্যে। এ ছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচর দূরদর্শনের প্রোগ্রাম একজিকিউটিভ তথা নবগঠিত সমিতির কার্যবাহী সভাপতি সুব্রত দাস, সাধারণ সম্পাদক আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. দেবতোষ চক্রবর্তী, উপসভাপতি সাহিত্যিক ড. হিমাশিস ভট্টাচার্য প্রমুখ৷