Barak UpdatesCulture

বাংলা সাহিত্য সভার রামকৃষ্ণনগর শাখার উনিশ পালন

ওয়ে টু বরাক, ২০ মে : বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা সাহিত্য সভা অসম-এর রামকৃষ্ণনগর শাখা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দিরের প্রেক্ষাগৃহে ১৯শে মে ভাষা শহিদ দিবস পালন করল। এ দিনের অনুষ্ঠানে যৌথভাবে সহযোগিতায় ছিল রামকৃষ্ণনগরের প্রণবানন্দ বিদ্যামন্দির ও সরস্বতী বিদ্যামন্দিরের কচিকাঁচারা।

এ দিন একাদশ ভাষা শহিদের উদ্দেশ্যে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বাংলা সাহিত্য সভা অসম, রামকৃষ্ণনগর শাখার সহযাত্রীদের সমবেত কন্ঠে উদ্বোধনী সংগীত “মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা” পরিবেশন করা হয়। তারপর একের পর এক খুদে শিল্পীরা একক এবং সমবেত গান এবং নৃত্য পরিবেশন করে।

শাখার সাংস্কৃতিক সম্পাদক শেখর চক্রবর্তী এই দিনটির ঐতিহাসিক বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরেন। ১৯শে মে সম্পর্কে বিস্তৃতভাবে বক্তৃতা প্রদান করেন শাখার সহযাত্রী ধনঞ্জয় নাথ, স্মরজিৎ বিশ্বাস, শুভানুধ্যায়ী সঞ্জীব দাস প্রমুখ এবং প্রণবানন্দ বিদ্যামন্দিরের পক্ষে অধ্যক্ষ প্রশান্ত নাথ তথা শিক্ষক আশিস নাথ। অনুষ্ঠানে ভাষা শহিদদের উদ্দেশে স্বরচিত কবিতা পাঠ করেন শেখর চক্রবর্তী। একক সংগীত পরিবেশন করেন শাখার সাংস্কৃতিক সম্পাদিকা মৌমিতা শ্যাম এবং শুভানুধ্যায়ী শীলা কর।

এই দিনের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাখার সাংস্কৃতিক সম্পাদক শেখর চক্রবর্তী। অনুষ্ঠান শেষে শাখার সাধারণ সম্পাদক শশবিন্দু দে নিজ বক্তৃতার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে জাতীয় সংগীতের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker