Barak UpdatesHappeningsBreaking News
বাংলা সাহিত্য সভার মাতৃভাষা দিবস পালনে ধীরেন্দ্রনাথ দত্তের মূর্তি স্থাপনে প্রস্তাব
ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : বাংলা সাহিত্য সভা অসম-এর শিলচর শাখা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। বুধবার সকালে শিলচর শিশুতীর্থ স্কুল ভবনে আয়োজিত হয় ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কল্যাণী দাম। শাশ্বতী দেবের পরিচালনায় সমবেত সংগীত পরিবেশন করেন উপস্থিত শিল্পীরা।
তারপর আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা সভা। এতে বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখার সভাপতি সমর বিজয় চক্রবর্তীর পৌরোহিত্যে দিনটির তাৎপর্য তুলে ধরেন সংস্থার রামকৃষ্ণনগর শাখার সভাপতি অসিত চক্রবর্তী। তিনি ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ইতিহাস টেনে বলেন, বাংলা ভাষার জন্য বাংলাদেশে আত্মবলিদান দিয়েছিলেন ভাষা সেনানিরা। সেই দিনটি আমাদের কাছে গৌরবের। এই দিনটির জন্য মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় হয়েছিল। তিনি তৎকালীন সময়ের প্রেক্ষাপট তুলে ধরেন তাঁর বক্তব্যে।
বক্তব্য রাখতে গিয়ে সমর বিজয় চক্রবর্তী বলেন, এই দিনটি আমাদের আত্মমর্যাদার দিন। দিনটির গুরুত্ব অপরিসীম। ওপার বাংলায় ভাষার জন্য যারা সংগ্রাম করেছিলেন তাদের মধ্যে ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন যথাযোগ্য সংগ্রামী। ওপার বাংলায় তিনি সেভাবে মর্যাদা না পেলেও এপার বাংলা তাঁকে সশ্রদ্ধ চিত্তে অভিবাদন জানায়। সমরবিজয়বাবু শিলচরে ধীরেন্দ্রনাথ দত্তের একটি মূর্তি স্থাপন করার প্রস্তাব দেন সভায়। সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি তিনি একটি সংগীত পরিবেশন করেন।
সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ চক্রবর্তী, তার দেখা ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষের আবেগ উচ্ছ্বাসের কথা তার বক্তব্যে উল্লেখ করেন। এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার সদস্য সুব্রত দাস সহ অন্যান্যরা। সভায় উপস্থিত ছিলেন অরূপ ভট্টাচার্য, পার্থ দাস প্রমুখ। এ দিন অনুষ্ঠানের শুরুতে একুশে ফেব্রুয়ারির শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সভ্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সম্পাদিকা সংহিতা দত্ত চৌধুরী।