Barak UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সে দেশের সরকারের, ধর্মানন্দকে ভারত সরকারের জবাব
ওয়েটুবরাক, ৪ জানুয়ারি: “সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার মূল দায়িত্ব সে দেশের সরকারের।” শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেবকে চিঠি পাঠিয়ে এ কথা জানিয়েছে ভারত সরকার।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চরম নির্যাতনের অভিযোগ এনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশ্বনেতা হিসেবে বিশেষ ভূমিকা গ্রহণের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব। তিনি ও পারের সংখ্যালঘুদের জন্য এ পারের সীমান্ত সংলগ্ন এলাকায় শরণার্থী শিবির খোলারও আর্জি রেখেছিলেন। তাঁর এই চিঠিকে প্রধানমন্ত্রীর দফতর অভিযোগ হিসেবে নথিভুক্ত করে এর সুরাহার জন্য বিদেশ মন্ত্রকে পাঠায়। সেখানেই ধর্মানন্দ দেবের চিঠিতে উল্লিখিত বিষয় খতিয়ে দেখা হয়। পরে ওই মন্ত্রকের সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব স্মিতা পন্থ তাঁকে জানিয়েছেন, “ভারত সরকার বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা, মন্দির ও অন্যান্য হিন্দু প্রতিষ্ঠানের ওপর আক্রমণ ইত্যাদি ঘটনার দিকে সক্রিয় নজর রাখছে। সরকার এই ঘটনা গুলোর প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সরকারকে তা জানিয়েছে।”
ঢাকায় ভারতের হাইকমিশন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে চলেছে বলেও কেন্দ্রের চিঠিতে উল্লেখ করা হয়। নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনের প্রয়াস ভারত সরকারের চলমান প্রচেষ্টা বলে মন্তব্য করেন যুগ্ম সচিব পন্থ।