Barak UpdatesHappeningsCulture
বাংলাদেশের প্রশিক্ষকের তত্ত্বাবধানে লোকগানের কর্মশালা শেষ হলো শিলচরে
ওয়ে টু বরাক, ২৩ নভেম্বর : ২১ থেকে ২৩ নভেম্বর লোক গানের কর্মশালা ব্যাপক সাড়া ফেলেছে শিলচরে৷ সংস্কার ভারতী কাছাড় জেলা, শ্রীহট্ট সম্মিলনী শিলচর, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ শিলচরের উদ্যোগে তিন দিনের এই কর্মশালার আয়োজন করা হয়৷
২১ নভেম্বর সন্ধ্যায় কর্মশালার শুরুতে লোক সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন প্রশিক্ষক বাংলাদেশের সঙ্গীত গুরু দেবদাস চৌধুরী, বিবেক পোদ্দার, নীলোৎপল চক্রবর্তী, সন্তোষ চন্দ, বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী বন্যা তালুকদার, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বিশ্বজিৎ রায় চৌধুরী, প্রসেনজিৎ রায় চৌধুরী, সত্যজ্যোতি দেব, সংস্কৃতি কর্মী সুব্রত চক্রবর্তী, সঙ্গীতশিল্পী গৌতম সিংহ, অসীম ভট্টাচার্য, সুতপা বক্সী, শিপ্রা পুরকায়স্থ, ওঙ্কার নাথ রায় প্রমুখ৷
অনুষ্ঠানে তিনটি সংগঠনের পক্ষ থেকে গুরু দেবদাস চৌধুরীর হাতে মানপত্র, উত্তরীয়, উপহার তুলে দেন নীলোৎপল চক্রবর্তী, সত্যজ্যোতি দেব, গৌতম সিংহ, অসীম ভট্টাচার্য, অভিজিৎ দাশ পুরকায়স্থ৷ কণ্ঠশিল্পী বন্যা তালুকদারের হাতে মানপত্র, উত্তরীয়, উপহার তুলে দেন বরাককণ্ঠ পত্রিকার সম্পাদক সন্তোষ চন্দ, গুরু দেবদাস চৌধুরী সহ অন্যান্যরা৷
কর্মশালার শেষের দিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন গৌতম সিংহ, সংযুক্তা চৌধুরী, যুথিকা দত্ত বণিক, শ্রোতাসামস্মি শর্মা, শিব শংকর ধর, অন্বেষা সাহা, আদ্রতা চক্রবর্তী, শ্যামল সুন্দর দেব ৷ একক নৃত্য পরিবেশন করেন নবনীতা দেব৷ ছিল অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সমবেত সঙ্গীত। অনুষ্ঠানে গুরু দেবদাস চৌধুরীর একক সঙ্গীত ভিন্ন মাত্রা যোগ করে৷
শ্রীহট্ট সম্মিলনীর পক্ষ থেকে বলা হয়, আগামীতে আরও বড় আকারে কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বরাকের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাবেন।তবে অবশ্যই সবার সহযোগিতা কামনা করেছেন তাঁরা৷ অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেন তবলায় সন্তোষ চন্দ, নীলোৎপল চক্রবর্তী, দিবাকর দাস, অনিমেষ দাস৷ দোতারায় সহযোগিতা করেন সুদর্শন নাথ।