India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণকে দেখতে গিয়ে গ্রেফতার আরেক সন্ন্যাসী
ঢাকা, ১ ডিসেম্বর : বাংলাদেশে গ্রেফতার হলেন আরও এক সন্ন্যাসী। এ বার চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে সন্ন্যাসী শ্যামদাস প্রভুকে। ইসকন কলকাতার পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ওই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা ইসকন সূত্রে বলা হয়, এভাবে নিরপরাধ সন্ন্যাসীকে গ্রেফতার করার কী কারণ থাকতে পারে ?
সূত্রের খবর, সন্ন্যাসী শ্যামদাস প্রভু জেলে আটক চিন্ময়কৃষ্ণ দাসকে দেখতে গিয়েছিলেন। তখনই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের ভৈরবে ইসকনের আরও একটি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ।
সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেই থেকে পড়শি দেশ থেকে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার, হামলার ঘটনা সামনে আসছে। সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, মন্দিরে হামলার অভিযোগ উঠছে লাগাতার। সেই আবহেই সম্প্রতি চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর জামিনের আর্জিও খারিজ হয়ে যায় আদালতে।
বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিও উঠছে। যদিও হাইকোর্টে সম্প্রতি সেই আর্জি খারিজ করে দেয়। তবে ইসকন-এর প্রায় ১৭টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ সরকার। ISKCON-কে নিষিদ্ধ করার পক্ষে বা বিপক্ষে কিছু না বললেও, আদালতে ইসকন-কে ‘ধর্মীয় মৌলবাদী সংগঠন’ বলে উল্লেখ করে বাংলাদেশ সরকার। ভারতের তরফে ইতিমধ্যেই পরিস্থিতির নিন্দা করা হয়েছে।