India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশি হিন্দুদের জন্য হেল্পলাইন ভিএইচপির
ওয়েটুবরাক, ১০ আগস্ট: বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার বাংলাদেশের ঘটনাপ্রবাহে উদ্বিগ্ন৷ তিনি বলেন, সে দেশের সংখ্যালঘুরা খুবই সঙ্কটজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর হত্যা, নৃশংসতা এবং তাদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর সহ তাদের লক্ষ্য করে হামলা করা হচ্ছে। তবে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বক্তব্যে কিছুটা আশ্বস্ত যে, তিনি সংখ্যালঘুদের বিরুদ্ধে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং বন্ধ না হলে তিনি পদত্যাগ করবেন বলেও জানিয়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউনুসের কাছে তাঁর প্রথম বার্তায় বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার উপর জোর দেওয়ার কথা উল্লেখ করেছেন। তাতে ভিএইচপি সভাপতির আশা, প্রধানমন্ত্রী মোদির পরামর্শ গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের মধ্যে শান্তি ও আস্থা পুনর্স্থাপনের জন্য বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে, বাংলাদেশে সংখ্যালঘুদের শান্তি, কল্যাণ ও সম্প্রতি নিশ্চিত করা হোক৷ যে সব পরিবারের সদস্য নিহত বা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করা হোক এবং আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক।
বিশ্ব হিন্দু পরিষদ এদিন (0091)(011) 26103495 নম্বরের একটি হেল্প লাইন নম্বর প্রকাশ করেছে। যে কোনও প্রতারিত, লাঞ্ছিত, নির্যাতিত বাংলাদেশি হিন্দু ভিএইচপি-র সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ভিএইচপি ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে তাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবে।
এদিন অলোক কুমার জানান, মদ এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে তামিলনাড়ুর যুবকদের মধ্যে বজরং দল নেতৃত্ব দেবে। এই অভিযানের মধ্যে থাকবে পারিবারিক মূল্যবোধকে শক্তিশালী করা এবং নেশা থেকে দূরে থেকে সৎ হিন্দু জীবন যাপন করা।
তিনি তামিলনাড়ু সরকারকে প্রতি মাসে পূর্ণিমার দিনে তিরুচেন্দুরে আয়োজিত হওয়া কদল (সমুদ্র) আরতি এবং অন্নদানম কার্যক্রমকে কোনোভাবেই বাধা না দেওয়ার অনুরোধ করেন। তিনি সরকারকে আরও অনুরোধ করে বলেন, যাতে ক্রমবর্ধমান তীর্থযাত্রীদের যথাযথ নিরাপত্তা ও সুবিধা প্রদান করা হয়। হিন্দুদের ওই পবিত্র স্থানে ভক্তদের জন্য একটি শান্ত এবং সুরক্ষিত পরিবেশ তৈরি করারও অনুরোধ করেছেন ভিএইচপি সভাপতি অলোক কুমার৷