NE UpdatesIndia & World UpdatesHappenings

বাংলাদেশকে ফের পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে, বলল আমরা বাঙালী

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর : সাম্প্রতিক বাঙলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সন্ত্রাবাদী কার্যকলাপ, খুন, লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানায় “আমরা বাঙালী” দল। দলের অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না , যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল , যারা রাজাকার হিসেবে পাকিস্তানি হানাদারদের সাহায্য করেছিল , ৭১-এর স্বাধীনতা আন্দোলনকামী লক্ষ লক্ষ বাঙালিদের খুনের মদতদাতা বা হত্যাকারী, যারা বাঙালি জাতিসত্তাকে স্বীকার করে না , যারা বাঙালি মা-বোনদের সতীত্ব নষ্ট করেছিল, তারা দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায় । সেই জাতিদ্রোহী শক্তি শারদীয় দুর্গোৎসবকে পণ্ড করে ধর্মীয় সাম্প্রদায়িকতার মাধ্যমে দেশটাকে অস্থির করে তুলেছে। তিনি মঠ-মন্দির, দুর্গাপূজার প্যান্ডেল, দুর্গা মূর্তি ভাঙা, ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ইত্যাদির বিরুদ্ধে ধিক্কার জানান। সংখ্যালঘু ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও জীবন-সম্পত্তি রক্ষায় বাংলাদেশ সরকার প্রশাসনিক ভাবে ব্যর্থ বলে অভিযোগ করেন পুরকায়স্থ৷

Rananuj
Idol at Ramkrishna Mission, Habiganj

তাঁর কথায়, এই বর্বরচিত আক্রমণ এক পূর্বপরিকল্পিত নকশার মাধ্যমে করা হয়েছে । কুমিল্লার একটি মণ্ডপে কোরান শরিফ রাখার ব্যাপারটি একটি সুগভীর ষড়যন্ত্র । এই কাজ যারা করেছে তারা ভারত-বাংলাদেশ দুইয়েরই শত্রু, মানবতার শত্রু, বাঙালি জাতির শত্রু । বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে থেকে সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াইর অঙ্গীকার করে আমরা বাঙালি৷ তারা এই ব্যাপারে ভারত সরকারের কঠোর অবস্থান দাবি করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker