NE UpdatesHappeningsBreaking News
বাঁচানো গেল না শ্বশুর মশাইকে, নীহারিকাও চিকিৎসাধীন
৮ জুন : গত কয়েকদিন আগে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এতে দেখা যায়, এক মহিলা তাঁর বৃদ্ধ শ্বশুরকে পিঠে করে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলছেন। পরে জানা যায়, এই সাহসী মহিলা নিহারিকা দাস। শ্বশুর মশাই থুলেশ্বর দাসের শরীর হঠাত করে খারাপ হওয়ায় তিনি তাঁকে পিঠে করে বয়ে এনে অ্যাম্বুলেন্সে তুলেছেন। এই মহিলার এমন সাহসী পদক্ষেপে সবাই তাঁকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার রাতে গুয়াহাটি মেডিক্যাল কলেজে মৃত্যু হয় থুলেশ্বর দাসের। নিহারিকাও বর্তমানে গুয়াহাটি মেডিক্যালে চিকিৎসাধীন। খবর পেয়ে নিহারিকার স্বামী মিন্টু দাসও গুয়াহাটিতে গিয়ে পৌছেছেন। মিন্টুর ভাই কোকিল দাস ছুটে গিয়েছেন শিলচর থেকে।
প্রসঙ্গত, রহার ভাটিগাওয়ের বাসিন্দা নিহারিকা কয়েকদিন আগে তাঁর শ্বশুরকে নিজের পিঠে করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নগাঁও হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজে। কোভিড রোগীর সংস্পর্শে আসায় নিহারিকাও আক্রান্ত হন। পরে স্বাস্থ্য বিভাগের অনুমতি ক্রমে নিহারিকাকে তাঁর শ্বশুরের সঙ্গে গুয়াহাটি মেডিক্যালে ভর্তি করা হয়। একসময় নিহারিকা তাঁর শ্বশুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় থুলেশ্বর দাসের মৃত্যু হয়। নিহারিকা এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।