Barak Updates
বহরমপুরে সম্মানিত ভাষাগবেষক অমলেন্দু ভট্টাচার্য
১ জুনঃ ভাষাগবেষক অমলেন্দু ভট্টাচার্য পশ্চিমবঙ্গের বহরমপুরে বিশেষভাবে সম্মানিত হয়েছেন। তাঁকে শনিবার বাসভূমি সাহিত্য সম্মান প্রদান করা হয়েছে। মোট ছয়জনকে এই বছর পুরস্কারের জন্য মনোনীত করে বাসভূমি নামে বহরমপুরের মর্যাদাপূর্ণ সাহিত্য গবেষণা পত্রিকা। অমলেন্দুবাবু ছাড়াও এ দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কৃত হয়েছেন বীরভূমের লোকসংস্কৃতি গবেষক আদিত্য মুখার্জি, কবি নাসের হোসেন এবং ধানবাদের ভাষাসৈনিক রাজকুমার সরকার। বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় এবং পুরাতত্ত্বের গবেষক ড. কালীচরণ দাসকেও বাসভূমি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শারীরিক অবস্থা ভাল নয় বলে তাঁরা উপস্থিত থাকতে পারেননি। এ ছাড়া, বর্ষসেরা লিটিল ম্যাগাজিন হিসেবে পুরস্কৃত করা হয়েছে শিস ও ছাপাখানার গলি দুটি ছোট পত্রিকাকে । বহরমপুর রবীন্দ্রসদনে আয়োজিত অনুষ্ঠানে আন্দামানের বাংলাভাষার গবেষক-অধ্যাপক জ্যোতির্ময় রায়চৌধুরী অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিশিষ্ট শোলা শিল্পী পদ্মশ্রী অনন্ত মালাকার পুরো অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। উপস্থিত ছিলেন বাসভূমির সম্পাদক অনুপ চন্দ্রও।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মুর্শিদাবাদের ইতিহাস উল্লেখ করে একটি অভূতপূর্ব আলেখ্য উপস্থাপন করে স্থানীয় শিশুশিল্পীরা।
English text here