NE UpdatesHappeningsBreaking News
বসন্তকুমার গোস্বামী অসম সাহিত্য সভার নতুন সভাপতি
ওয়েটুবরাক, ৩০ ডিসেম্বর: সাহিত্যিক গবেষক বসন্তকুমার গোস্বামী অসম সাহিত্য সভার সভাপতি নির্বাচিত হয়েছেন। ভোটাভুটির মাধ্যমে গঠিত হয় আগামী বছরের নতুন কমিটি। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দেবজিৎ বরা। পদুম রাজখোয়া হলেন সহসভাপতি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম সাহিত্য সভার সভাপতি নির্বাচিত হওয়ার জন্য বসন্ত কুমার গোস্বামীকে অভিনন্দন জানান। তিনি বলেন, “গোস্বামীর বলিষ্ঠ ভূমিকায় আসাম সাহিত্য সভা নতুন গতি লাভ করবে বলে আশা করি। “