Barak UpdatesHappeningsBreaking News
বর্ষীয়ান সাংবাদিক পরেশ দত্তকে জীবনকৃতি সম্মান শিলচর প্রেস ক্লাবে
ওয়ে টু বরাক, ৯ জানুয়ারি : শিলচরের বর্ষীয়ান সাংবাদিক তথা সোনার কাছাড় ও প্রান্তজ্যোতি পত্রিকার প্রাক্তন সম্পাদক পরেশ দত্তকে বৃহস্পতিবার সম্মান জানানো হলো শিলচর প্রেস ক্লাবে। এ দিন আয়োজিত জীবনকৃতি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পরেশ দত্তকে চাদর, উত্তরীয়, পুষ্পস্তবক ও উপহার দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন সংবাদ মাধ্যমের নবীন ও প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্মান গ্রহণ করে পরেশ দত্ত বলেন, তিনি এই সংবর্ধনা পেয়ে গভীরভাবে আপ্লুত। তাঁর সাংবাদিকতার দিনগুলোতে তিনি সবার ভালবাসা পেয়েছেন। অনুষ্ঠানে কবি সাংবাদিক অতীন দাশ বলেছেন, অমায়িক ও বন্ধুবৎসল ব্যবহারের জন্য তিনি সবার সম্ভ্রম আদায় করে নিয়েছেন। দলাদলির ঊর্ধ্বে উঠে তিনি সাংবাদিকতা ও সাহিত্য সাধনা করেছেন। শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে বলেছেন, সাংবাদিকতার মানকে তিনি জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। এছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে অনেকেই বক্তব্য রেখেছেন। এই সংবর্ধনা পর্বে পরেশ দত্তের দুই কন্যা, পুত্রবধূ, পৌত্রী ও দৌহিত্রী উপস্থিত ছিলেন।