NE UpdatesIndia & World UpdatesHappeningsBusinessBreaking News
বরাক-ব্রহ্মপুত্র তুলনা টেনে আইটিএ-র শ্বেতপত্র প্রকাশ
ওয়েটুবরাক, ২৯ মার্চ: বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার শ্রমিকদের সম-মজুরির দাবি বর্তমান অবস্থায় কোনও মতে মেনে নেওয়া সম্ভব নয়, এ কথা স্পষ্ট জানায় ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (আইটিএ)৷ বরাক উপত্যকায় চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৮৩ টাকা৷ ব্রহ্মপুত্র উপত্যকায় ২০৫ টাকা৷ দুই উপত্যকায় সমান মজুরির দাবিতে শ্রমিক ইউনিয়নগুলি বহুদিন থেকে সরব৷ রাজ্য সরকারও এ ব্যাপারে একবার উদ্যোগ নেয়৷ যদিও শেষপর্যন্ত তা কার্যকর হয়নি৷ গত রবিবার আইটিএ-র সুরমাভ্যালি শাখার বার্ষিক অধিবেশনে একটি শ্বেতপত্র প্রকাশ করে চা-কর্তারা জানান, দুই উপত্যকার মজুরি ব্যবধান শুরু থেকেই চলে আসছে৷ কারণ শ্রমিকদের উৎপাদন ক্ষমতা ব্রহ্মপুত্রে অনেকটা বেশি৷ অনুপস্থিতির হারও কম৷ তারা সরকারের কাছে বরাক উপত্যকায় ওয়্যার হাউস নির্মাণের দাবি জানান৷ বলেন, তাহলে খরচ কমবে, বেঁচে যাবে বরাকের চা শিল্প৷
এ দিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বরাক উপত্যকা সহ অসমের চা শিল্পেও প্রভাব ফেলতে পারে৷ কারণ দুই দেশে মোট ৪৫ মিলিয়ন কেজি চা রফতানি হয়৷ রাশিয়াতেই বেশি, ৪২ মিলিয়ন কেজি৷ ৩ মিলিয়ন কেজি যায় ইউক্রেনে৷ যুদ্ধ চলতে থাকলে একদিকে চায়ের চাহিদা কমতে পারে, অন্যদিকে রফতানির ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিতে পারে৷ তাই এই অঞ্চলের চা শিল্পপতিরা দূরের দুই দেশের যুদ্ধবিগ্রহ নিয়ে উদ্বেগে রয়েছেন৷
ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন নয়নতারা পালচৌধুরী ও সম্পাদক অরিজিৎ রাহা রবিবার এই উদ্বেগের কথা শোনান৷ তাঁরা এই সময়ে বাংলাদেশের বাজারের দিকে নজর রাখছেন৷ বলেন, প্রতিবেশী রাষ্ট্রটির বাজার ধরা গেলে বরাকের চা শিল্পের উন্নতি হতে পারে৷ এর যে সম্ভাবনা রয়েছে, তাও উল্লেখ করেন চা-কর্তারা৷ করিমগঞ্জ জেলার সুতারকান্দি দিয়ে চা পৌঁছানো যাবে৷ সেক্ষেত্রে বাণিজ্য ও পরিবহণ সংক্রান্ত সংক্রান্ত খরচ অনেকটা কমে যাবে৷