Barak UpdatesHappeningsCultureBreaking News
বরাক বঙ্গের নজরুল-সুকান্ত প্রতিযোগিতায় নাম লেখানোর আহ্বান
ওয়েটুবরাক, ১৪ মে : এ বারও মর্যাদার সঙ্গে নজরুল জয়ন্তী-সুকান্ত স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি৷ এই উপলক্ষে আগামী ২১ মে রবিবার বঙ্গভবনে নজরুল গীতি এবং পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা নজরুলগীতিতে নাম লেখাতে পারবে৷
পাঠ প্রতিযোগিতায় নজরুল বা সুকান্তের প্রবন্ধ, গদ্যাংশ বা পত্রের একাংশ দুই মিনিট পড়ে শোনাতে হবে৷ চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আগ্রহীরা নাম লেখাতে পারবে৷ স্নাতক, স্নাতকোত্তর বা সাধারণ জনতাও এই পাঠ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন৷ নাম লেখাতে হবে যে কোনও দিন বেলা এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে বঙ্গভবনে গিয়ে৷ তাপসী দত্ত (৯৮৬৪৫৪৬৯১১) বা হাসনা আরা শেলির ( ৯৪৩৫৪১৯৯৫৬)-র সঙ্গে যোগাযোগ করেও নাম লেখানো যেতে পারে৷ বরাক বঙ্গের অন্যান্য প্রতিযোগিতার মতো এ বারও কোনও মাশুল বা এন্ট্রি ফি লাগবে না৷