Barak UpdatesHappeningsCultureBreaking News
বরাক ফোরামের সাহিত্য বাসরে ‘নগ্ন পায়ের মেয়ে’
ওয়েটুবরাক, ১৭ জানুয়ারিঃ গতকাল রবিবার সোনাই রোডের মোজাহিদ কুটিরে বরাক ফোরামের আয়োজনে সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়। সেখানেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় সোমা মজুমদারের কবিতার বই ‘নগ্ন পায়ের মেয়ে’। বইটির আবরণ উন্মোচন করেন শিক্ষাবিদ গৌরী দত্তবিশ্বাস এবং কবি সুপ্রদীপ দত্তরায়।
কবি সোমা ও তাঁর প্রথম কবিতার বইটির ওপর মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনাই কলেজের বাংলা বিভাগের শিক্ষক আব্দুল মতিন লস্কর। তাঁর কথায়, সোমা ভাল কবিতা লিখছেন। প্রতিদিন তার লেখার ধার বাড়ছে। তিনি আশাবাদী, কবিতাকে নিয়ে সোমা বহুদূর যাবে। প্রসঙ্গক্রমে আব্দুল মতিন বলেন, “আজকাল হিন্দুরা মুসলমানদের এবং মুসলমানরা হিন্দুদের আড়চোখে দেখেন। এটা মোটেও কাম্য নয়। সাহিত্যজগত যেন তা থেকে দূরে থাকে। তাতেই প্রতিনিয়ত যে যুদ্ধ চলছে, তাতে আমরা জয়ী হবো।” তাঁর কথায়, “আমরা একটা মুক্ত পৃথিবী চাই।” অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বইটির দুই উন্মোচক গৌরী দত্তবিশ্বাস ও সুপ্রদীপ দত্তরায়। পরে সাহিত্যবাসরে গৌরী দত্তবিশ্বাস একটি প্রবন্ধ পাঠ করে শোনান। সুপ্রদীপ দত্তরায় পড়েন কবিতা। স্বরচিত কবিতা ছাড়াও তিনি সোমার দুটি কবিতা আবৃত্তি করেন।
সোমা তাঁর বক্তৃতায় বলেন, ফেসবুকে কবিতা দিলে বাহবা প্রচুর যাওয়া যায় বটে, কিন্তু গঠনমূলক সমালোচনা হয় না। তিনি তাঁর কবিতার বইটি নিয়ে গঠনমূলক সমালোচনা আশা করেন। তাঁর স্বামী সামসুল আলম মজুমদারও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সাহিত্যবাসরে মধুমিতা দাস সংক্ষেপে তাঁর নতুন জীবনসংগ্রামের কথা বলেন। ক্যানসারে আক্রান্ত হলেও এখন নতুন জীবন ফিরে পেয়েছেন বলেই তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অতি সুন্দর ভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি দোলনচাঁপা দাসপাল। স্বরচিত কবিতা পাঠ করেন জাহানারা বেগম ও জয়শ্রী ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘সাধারণ মেয়ে’ কবিতাটি আবৃত্তি করে শোনান পাপিয়া সিকদার। শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন সীমা পুরকায়স্থ। সৃষ্টি মজুমদার করেন নৃত্য৷
এ দিনের সাহিত্যবাসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাহিত্যিক আদিমা মজুমদার। তাঁর বাড়িতেই বরাক ফোরামের সাহিত্য বাসরটি বসে। তাতে অন্যান্যদের মধ্যে অংশ নেন লেখিকা শর্মিলী দেব কানুনগো, জয়শ্রীভূষণ, তানিয়া লস্কর, পঙ্কজকান্তি মালাকার, শিশু আবৃত্তিকার মরিয়ম ও তামান্না।
প্রসঙ্গত, ‘নগ্ন পায়ের মেয়ে’-র পরিবেশনার দায়িত্বে রয়েছে কথা বিকল্প পরিবার৷ এটির প্রচ্ছদ এঁকেছেন শিপ্রা দত্তচৌধুরী৷