Barak UpdatesHappeningsBreaking News
বরাক ফোরামের উদ্যোগে লিখনশৈলী ও বাংলা বানানবিধি সংক্রান্ত সাহিত্য সন্ধ্যা
ওয়েটুবরাক, ৪ জানুয়ারি: বরাক ফোরামের আয়োজনে গত শুক্রবার লিখনশৈলী ও বাংলা বানানবিধি সংক্রান্ত একটি সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
শিলচর শহরের দাস কলোনিস্থিত ভাবীকাল নাট্য সংস্থার কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি বিদ্যুৎ চক্রবর্তী । শহরের কবি-লেখক তথা মাতৃভাষা চর্চায় উৎসাহী বিদ্বজ্জনেরা উপস্থিত ছিলেন তাতে।
শুরুতে বরাক ফোরামের মুখ্য আহ্বায়ক দোলনচাঁপা দাস পাল সংগঠনের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে সবাইকে অবহিত করেন। প্রধান আলোচক সহ সকলেই একমত পোষণ করেন যে, মাতৃভাষা চর্চার অঙ্গ হিসেবে আমাদের সকলকেই বানান সম্পর্কে সচেতন থাকতে হবে। ভুল বানান বিধি বা বানান সম্পর্কে অজ্ঞতা ভাষাকে পঙ্গু করে তুলতে পারে ।
আলোচনায় অংশ নিয়ে কবি রবিশংকর ভট্টাচার্য বলেন, আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা এবং বানান সম্পর্কে সচেতন হওয়া প্রত্যেক লেখকেরই প্রাথমিক কর্তব্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শর্মী দে, প্রাঞ্জল পাল, সুখেন দাস, হাসনা আরা শেলী, শিপ্রা দাস, সংগীতা দেব, সারদা দেব, নমিতা আচার্য, দেবলীনা রায়, দৃষ্টি নাথ, অভিজিৎ পাল প্রমুখ।
অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বরাক ফোরামের অন্যতম আহ্বায়ক দীপায়ন পাল। তিনি জানান, আগামীতেও নিয়মিত সাহিত্য আসরের পাশাপাশি মাতৃভাষা চর্চায় উৎসাহ জোগায় এমন বিভিন্ন উদ্যোগ ফোরামের পক্ষ থেকে নেওয়া হবে ।