NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বরাক নদীর জলে মণিপুর থেকে ভেসে এলো আরও এক মহিলার মৃতদেহ
ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: সোমবার বিকেলে কাছাড় জেলার সিঙ্গেরবন্দে নদীতে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, গত ১১ নভেম্বর মণিপুরের জিরিবাম থেকে এক পরিবারের ছয়জনকে তুলে নিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। তাঁদের পাঁচজনের দেহ বরাক নদীতেই মিলেছিল। সন্ধানহীন ছিলেন হিতম্বী সিংহ নামে দুই সন্তানের জননী। সোমবার তিনি দুই পুত্র, মা, দিদি ও দিদির কন্যার পাশেই স্থান করে নিয়েছেন। অন্যদের অবশ্য পোস্ট মর্টেম হয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে, মঙ্গলবার তাঁর দেহের কাটাছেঁড়া হবে।
*🌟Exciting Career Opportunity at Dr.KISE🌟*
🌟Dr.KISE is looking for meritorious and dedicated individuals to join us in nurturing and building a strong foundation for students in classes 6th to 12th.This is an exciting opportunity to apply for the Dr.KISE RECRUITMENT DRIVE and become part of a system that empowers the future generation.
👉🏻 If you are enthusiastic and committed to shaping minds of tomorrow!
Apply Now and Kickstart Your Academic /Non Academic Career with Us!
🌐For More Details, please Contact –
☎️ 9957376603 / 9864952131 / 8011293163
*Last Date of Application – 30th November, 2024*
📌📌To apply, please drop your CV at
*kise15101931@gmail.com*
তবে এর পর কী হবে, এখনই বলতে পারছেন না এসপি মাহাত্তা। তিনি বলেন, শুধু অপহৃত ছয়জনের দেহই নয়। এই সময়ে শিলচর মেডিক্যাল কলেজের মর্গে মণিপুর পুলিশ দশজনের দেহ এনে রেখেছে। বাকি চারজনের মধ্যে রয়েছে ১১ নভেম্বর জকোয়াডহর গ্রামের হামলায় নিহত ও দগ্ধ দুইজন, রবিবার সকালে উদ্ধার হওয়া এক জনজাতি যুবক এবং রাতে পুলিশের গুলিতে নিহত মেইতেই যুবক। মাহাত্তার কথায়, মৃতদেহগুলি কবে কাকে দেওয়া হবে, মণিপুর পুলিশই বলতে পারবে। তবে তিনি নিয়মিত জিরিবামের এসপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।