Barak UpdatesHappeningsBreaking News
বরাক এডুকেশন সোসাইটির ভাষাশহিদ দিবস পালন
ওয়েটুবরাক, ২৭ মেঃ যথাযোগ্য মর্যাদায় ১৯শে মে, ভাষাশহিদ দিবস পালন করলো বরাক এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটি ।এ উপলক্ষে ‘বরাক উপত্যকায় ভাষা সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এক মনোজ্ঞ আলোচনাচক্র আনুষ্ঠিত হয় । সোসাইটির সভাপতি ড. আলাউদ্দিন মণ্ডলের পৌরহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. হুমায়ুন বক্ত সমাজ বিজ্ঞানের আলোকে বরাকের ভাষা সংকট সাবলীলভাবে তুলে ধরেন । আরেক বিশিষ্ট বক্তা ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুওরেন্স লিমিটেডের শিলচর ডিভিশনাল ম্যানেজার আবুল হোসেন লস্কর ১৯শে মের প্রেক্ষাপট বিশ্লেষণ করে মাতৃভাষা বাংলার সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন । অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ড. আবুল হাসান চৌধুরী, সোসাইটির সাধারণ সম্পাদক লাল মিঞা লস্কর, আইনজীবী তাজ উদ্দিন লস্কর, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন, কাছাড় কলেজের অধ্যাপিকা ড. মেরিনা ইসলাম, কাটলিছড়া দীনদয়াল উপাধ্যায় কলেজের সহকারী অধ্যাপক ড. নজমুল হোসেন লস্কর, কাছাড় হাইস্কুল শিক্ষক সংস্থার সভাপতি দিদারুল ইসলাম তালুকদার, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী রাগীব হোসেন চৌধুরী , শিক্ষক জাকারিয়া আহমদ বড়ভুইঞা, সমাজসেবী ড. আলি হোসেন বড়ভুইঞা, আসাম বিশ্ববিদ্যালয়ের জামিল আহমদ বড়ভুই্ঞা, সমাজসেবী আলতাফ হোসেন বড়ভুইঞা, পঙ্কজ সরকার প্রমুখ। প্রত্যেক বক্তাই ধর্মের বিভাজন ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে বরাকের বাঙালিদের আত্মসমীক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেন। কারণ বাংলা ভাষার সংকটের সাথে সাথে বাঙালির মানসিকতায় সাম্প্রদায়িকতার চোরাস্রোত আর ইংরাজি ও অন্যান্য ভাষার বিরাট প্রভাব বর্তমান ।
সভার শেষ পর্যায়ে দুজন কৃতী ছাত্রীকে সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন নিট পাশ করে বর্তমানে শিলচর মেডিকেল কলেজে এম বি বি এস পাঠরতা শিলচর কাঁঠাল রোডের নার্গিস বড়ভুইঞা এবং এবারে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় শিলচর হলিক্রস স্কুল থেকে ৯৬ শতাংশ পেয়ে কাছাড় জেলার সর্বোচ্চ নম্বরপ্রাপক নাবিহা আহমদ। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।