Barak UpdatesHappeningsBreaking News

বরাকে ৪ ওসি বদলি

১৯ জানুয়ারি: রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের দায়িত্বে রদবদল করা হয়েছে৷ কাটিগড়া থানার ওসি নয়নমণি বর্মণকে বদরপুর জিআরপির ওসি করা হয়েছে৷ জিআরপির বর্তমান ওসি সঞ্জীবকুমার দাসকে উধারবন্দ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে৷ সেখানে কর্মরত বর্তমান ওসিকে লালার সিআই পদে নিযুক্ত করা হয়েছে৷ বদরপুর থানার ওসি বিনয়কুমার বর্মণকে গুয়াহাটিতে এসবি শাখায় বদলি করা হয়েছে৷ সেখান থেকে বিপিন বরুয়াকে আনা হয়েছে বদরপুরের ওসি পদে৷ কাটিগড়া থানার নতুন ওসি হলেন মাজুলি জেলার জেংরাইমুখের সিআই রাজেন দোলে৷ অন্যদিকে ধুবড়ি জেলার গোলকগঞ্জ থেকে গৌরচন্দ্র মণ্ডলকে আনা হয়েছে রামকৃষ্ণনগরের সিআই পদে৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker