Barak UpdatesHappeningsBreaking News
বরাকে সব আসনে প্রার্থী দেবে এজেপি, ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লুরিনের
১৮ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার ১৫টি আসনেই প্রার্থী দেবে নবগঠিত রাজনৈতিক দল আসাম জাতীয় পরিষদ। আর একাধিক আসনে প্রার্থীদের জয়ও নিশ্চিত। কারণ বরাকবাসী কংগ্রেস ও বিজেপি কোনও দলকেই এ বার চাইছেন না। শিলচর গান্ধীবাগে থাকা শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এ মন্তব্য করেন সদ্য আসু ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করা এজেপির সভাপতি লুরিনজ্যোতি গগৈ।
এ দিন তিনি বলেন, আসু কখনই বাঙালি বিদ্বেষী নয়। বরাকের প্রতিও আসুর কোনও বিদ্বেষ ভাব ছিল না। আসলে বরাকের কিছু রাজনৈতিক নেতা নিজের স্বার্থে ভুল বার্তা প্রচার করে গেছেন। নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছেন। লুরিনজ্যোতি এ দিন মুখ্যমন্ত্রীর বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সমন্বয় বার্তার বিষয়ে বলেন, মুখ্যমন্ত্রীর কথা ও কাজে মিল নেই। অন্তত বরাকে এসে সেই সমন্বয়ের প্রতিফলন তাঁর চোখে পড়েনি।
চা শ্রমিকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকের দিনেও বরাকের শ্রমিকরা ১৪১ টাকা মজুরি পান। কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় শ্রমিকদের মজুরি ১৬৭ টাকা। তাঁর কথায়, সমন্বয় থাকলে অন্তত মজুরি আলাদা আলাদা হতো না। তিনি আরও বলেন, বিজেপি উন্নয়নের রাজনীতি নয়, সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এই ভাবনাকে দূরে সরিয়ে আসামের জনগণের স্বার্থ আদায়ের লক্ষ্যেই গঠিত হয়েছে আসাম জাতীয় পরিষদ। এই দল এ রাজ্যের জনগণের অধিকার সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ রয়েছে।