Barak UpdatesHappeningsBreaking News

বরাকে এসে স্থানে স্থানে ‘সুস্মিতা মুর্দাবাদ’ শুনে গেলেন জিতেন্দ্র সিং

৭ ডিসেম্বর: শুরুটা হয়েছিল শিলচরে বিমান থেকে নামার পরই৷ শনিবার মধুরাসেতুর মুখে কনভয় থামিয়ে অভ্যর্থনা জানানো হয় এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংকে৷ সঙ্গে স্লোগান ওঠে, ‘সুস্মিতা দেব মুর্দাবাদ’৷ শেষটা হল রবিবার সোনাই বিধানসভার দক্ষিণ কৃষ্ণনগরে আয়োজিত কর্মী সম্মেলনে, বরাক  উপত্যকায় জিতেন্দ্র সিংয়ের শেষ সভায়৷

এআইসিসির আসাম পর্যবেক্ষকের নামে জিন্দাবাদ জানিয়ে ‘সুস্মিতা দেব জিন্দাবাদ’ ধ্বনি উঠতেই পাল্টা আওয়াজ ওঠে ‘সুস্মিতা দেব মুর্দাবাদ’৷ শনিবারের ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন এনএসইউআইর প্রাক্তন জেলা সভাপতি জাভেদ আখতার লস্কর৷ গতকালের বিক্ষোভে নেতৃত্ব দিলেন যুব কংগ্রেসের শিলচর বিধানসভা কেন্দ্র কমিটির প্রাক্তন সহ-সভাপতি আনসার আহমেদ বড়লস্কর৷

প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ তাকে শান্তনা দিয়ে মঞ্চে নিয়ে বসালে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়৷ সভার আয়োজকরা তাকে টেনেহিঁচড়ে মঞ্চ থেকে নামিয়ে দেন৷ দলীয় সভায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য পরে আনসারকে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker