Barak UpdatesHappeningsBreaking News
বরাকে এইমস চেয়ে সাংসদকে থাউজেন্ড সায়ন্তনের চিঠি
ওয়েটুবরাক, ২১ ডিসেম্বর : আসামের বরাক উপত্যকার কোনও এক বিশেষ জায়গায় এইমস হাসপাতাল স্থাপনের জন্য অনুরোধ করেছেন থাউজেন্ড সায়ন্তনের যুবকরা। শিলচরের সংসদ সদস্য ডা. রাজদীপ রায়ের কাছে চিঠি দিয়ে তাঁরা অনুরোধ করেছেন, তিনি যেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে বরাকে ‘এইমস’ স্থাপনের ব্যাপারে উদ্যোগী হন।
জনসংখ্যার নিরিখে এবং ভৌগোলিক অবস্থানের কথা বিবেচনা করে বরাকে আসামের দ্বিতীয় এইমস স্থাপনের যথেষ্ট যুক্তি আছে বলে তারা মনে করেন।
তাঁদের কথায়, এ অঞ্চলে জনসংখ্যার বিপরীতে পর্যাপ্ত ডাক্তার, নার্স, প্যারামেডিকেলের সংখ্যা অনেক কম। বরাকে এইমস প্রতিষ্ঠিত হলে আসাম পাবে আরও অনেক ‘এমবিবিএস’, পাবে ‘এমডি’, ‘ডিএম’, ‘এমসিএইচ’ সহ নানা বিশেষজ্ঞ ডাক্তার৷ পাবে প্যারামেডিকেল, নার্সিং স্টাফ এবং আরও অনেক কিছু। আসামের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে বরাক ‘এইমস’। বরাক তো বটেই, মিজোরাম, মনিপুর ও ত্রিপুরার মানুষরাও ‘এইমসের’ উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন।
থাউজেন্ড সায়ন্তন সদস্যরা সাংসদকে বলেন, এইমস স্থাপনের উদ্যোগের পাশাপাশি চলতে থাকুক শিলচর মেডিকেল কলেজকে জাতীয় মানের মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতালে উন্নীত করার ধারাবাহিক প্রক্রিয়া।