Barak UpdatesHappeningsBreaking News

বরাকের ১০ উপজেলায় এডিসিদের নাম ঘোষণা

ওয়েটুবরাক, ২১ অক্টোবর : আসাম মন্ত্রিসভা আগেই প্রশাসনিক পরিকাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছিল৷ ঘোষণা করেছিল, অসমে জেলাসদর বাদে প্রতিটি বিধানসভা আসনে থাকবে একটি করে সাব-ডিস্ট্রিক্ট বা উপজেলা৷ সেই অনুসারে ডিলিমিটেশন পরবর্তী বরাকে মোট আসন তেরোটি৷ তিন জেলাসদর বাদ পড়ায় উপজেলা গঠিত হয়েছে দশটিতে৷ সবকটিতে একজন করে অতিরিক্ত জেলাশাসক নিযুক্ত করা হয়েছে৷ সঙ্গে একজন করে সহকারী কমিশনার৷

Rananuj

লক্ষীপুরে অতিরিক্ত জেলাশাসক হিসাবে নিযুক্ত হয়েছেন বর্তমান মহকুমাশাসক সুদীপ নাথ৷ সহকারী কমিশনার লক্ষজিৎ গগৈ৷ উধারবন্দে ওই পদাধিকারী দুইজন হলেন অন্তরা সেন ও পুনলালগির চরই৷ কাটিগড়ায় মনসুর আহমেদ মজুমদার ও জোনালি দেবী৷ বড়খলায় ভানলাল লিমপুইয়া নামপুই ও অঞ্জলি কুমারী৷ সোনাইতে অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর, সহকারী কমিশনার বহ্নিকা চেতিয়া৷ ধলাইতে ওই পদাধিকারী দুইজন হলেন কিমচিন লাহাঙ্গুম ও প্রবীণকুমার মাহাতো৷

হাইলাকান্দি জেলায় আলগাপুর-কাটলিছড়ায় ত্রিদীপ রায়কে অতিরিক্ত জেলাশাসক ও সীমান্ত বিশ্বাসকে সহকারী কমিশনারের দায়িত্ব প্রদান করা হয়েছে৷

অন্যদিকে, করিমগঞ্জ জেলায় দক্ষিণ করিমগঞ্জে ধ্রুবজ্যোতি পাঠক অতিরিক্ত জেলাশাসক পদে নিযুক্ত হয়েছেন৷ প্রিয়াঙ্কা ইউমনাম সেখানকার সহকারী কমিশনার৷ পাথারকান্দিতে ওই দুই পদাধিকারী হলেন ক্রমে আনিস রসুল মজুমদার ও রংবামন টেরন৷ রামকৃষ্ণনগরে তাঁরা হলেন ধ্রুবজ্যোতি দেব ও মানসপ্রতীম বঙজাঙ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker