Barak UpdatesHappeningsBreaking News
বরাকের শিক্ষাবিদদের নিয়ে কমিটি গঠনের দাবি, উপাচার্যকে স্মারকলিপি বিডিওয়াইএফের
ওয়েটুবরাক, ১১ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের অবস্থার উন্নতিকল্পে সোচ্চার বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট (বিডিওয়াইএফ)। উপাচার্যকে স্মারকলিপি প্রেরণ করে তারা আসাম বিশ্ববিদ্যালয়ের ক্রমাবনমনে গভীর উদ্বেগ প্রকাশ করে৷ এই ব্যাপারে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে একটি পরামর্শদাতা কমিটি গঠনের দাবি জানায়। এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রাক্তন উপাচার্য, অধীনস্ত কলেজগুলির অধ্যক্ষ এবং উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে এই কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় এই স্মারক লিপিতে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা যথা অনিয়মিত পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র ও রিজাল্ট শিটে ভুল, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের কর্তব্যে গাফিলতি ইত্যাদি অনিয়ম রুখতে ওই কমিটি সঠিক সিদ্ধান্ত ও পরামর্শ প্রদান করবে বলে মনে করে বিডিওয়াইএফ।
উপাচার্য অধিকাংশ সময় দেশে-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকেন বলে এক শ্রেণীর কর্মচারীরা এর সুযোগ নিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।
এছাড়া অনতিবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস ফাউন্ডেশন কোর্সে পড়ানোর উদ্যোগ নিতেও দাবি জানানো হয় স্মারক লিপিতে। বরাকের ২৫ লক্ষ মানুষের দীর্ঘ সংগ্রামের ফসল এই বিশ্ববিদ্যালয় যাতে আগামীতে দেশের একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে এবং বরাকের গর্ব হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে সেই লক্ষ্যে অনতিবিলম্বে সর্বতোভাবে প্রচেষ্টা চালাতে হবে বলেও দাবি জানায় যুবফ্রন্ট ।
বিডিওয়াইএফ এই স্মারকলিপির প্রতিলিপি এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী, ইউজিসির সভাপতি সহ আসাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রাক্তন উপাচার্যের কাছেও পাঠানো হয়েছে।