Barak UpdatesHappeningsBreaking News
বরাকের বাঙালিদের খিলঞ্জিয়া ঘোষণায় আপত্তি কেন হিমন্তের, প্রশ্ন সুস্মিতার, রিট পিটিশনের হুমকি
ওয়েটুবরাক, 22 এপ্রিলঃ হিমন্ত বিশ্ব শর্মা খিলঞ্জিয়া হলে সুস্মিতা দেব খিলঞ্জিয়া৷ সোমবার এই ভাবেই মুখ্যমন্ত্রীর দিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব৷ হিন্দু কিংবা মুসলমান, বরাকের বাঙালিরাও আসামের খিলঞ্জিয়া বা ভূমিপুত্র, এই দাবি করে শিলচর আসনে ভোটের মুখে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷
হিমন্ত বিশ্ব শর্মা ও তাঁর দলকে বরাক বিরোধী, বাঙালিবিদ্বেষী বলে অভিযুক্ত করে তিনি বলেন, বিজেপি দল ও হিমন্ত বিশ্বর সরকার আসামে প্রতিদিন বাঙালিদের নাগরিক অধিকার হরণ করছে৷ বৈষম্য ও বঞ্চনার প্রধান উদাহরণ খিলঞ্জিয়ার মর্যাদা৷ মুখ্যমন্ত্রী তাঁর খেয়ালখুশি মতো একেক দিন একেক জনগোষ্ঠীকে খিলঞ্জিয়ার মর্যাদা দিয়ে চলেছে৷ অন্যদিকে নিয়ম বানিয়েছেন, নাগাড়ে তিন পুরুষ ধরে আসামে বাস না করলে জমির পাট্টা দেওয়া হবে না৷ মূল লক্ষ্য, বাঙালিদের জমির অধিকার দেওয়া হবে না৷ সুস্মিতার প্রশ্ন, বাঙালির কী অপরাধ৷ কেন বিজেপি দল ও সরকার হিন্দু-মুসলমান নির্বিশেষে কোনও বাঙালিকেই রাজ্যের পূর্ণ মর্যাদা দিতে রাজি নয়৷
তাঁর কথায়, হিমন্ত সরকার পাঁচ মুসলিম জনগোষ্ঠীকে ভূমিপুত্র বলে ঘোষণা করে অন্যদের দিকে সন্দেহের আঙুল তুলে দিলেন৷ সরকারি চাকরি, জমি কেনা-বেচা ইত্যাদি ক্ষেত্রে ভূমিপুত্রদের অধিকারের কথা বলে বরাক উপত্যকার বাঙালিদের সঙ্গে অনুপ্রবেশকারীর মতো আচরণ করেন৷
বরাকের বাঙালিদের ইতিহাস-ভূগোল টেনে তৃণমূল সাংসদ বলেন, “১৮৭৪ সালে অসম প্রদেশ গঠনের সময়েই আমরা অসমে ছিলাম৷ গোয়ালপাড়া ও আমাদের সিলেট তখন নতুন রাজ্যের অন্তর্ভুক্ত হয়৷ ১৯৪৭ সালে দেশ বিভাগ হলে সিলেটের একাংশ পাকিস্তানে চলে যায়৷ ভারতকে ভালবেসে তখন সীমান্ত পেরিয়ে আমাদের অনেকে এ পারে চলে আসেন৷ অন্য কোনও দেশ থেকে নয়, অসমের ভেতরেই এক জায়গা থেকেই অন্য জায়গায় আসি৷” তাঁর দাবি, “আমরা দেশভাগের আগেও অসমে ছিলাম, দেশভাগের পরেও অসমেই রয়েছি৷ ফলে বরাকের বাঙালিদের অনুপ্রবেশকারী বলা যায় না৷”
অরুণকুমার চন্দ, রমণীমোহন দাস, আব্দুল মুক্তাধির চৌধুরীর পরিবারের উদাহরণ দিয়ে তিনি জানান, এমন বহু বাঙালি পরিবার রয়েছে, যারা দেশভাগের আগে থেকেই এ পারে রয়েছেন৷ তাঁদের কি ভূমিপুত্র বলবে না হিমন্তের সরকার, জানতে চান সুস্মিতা৷
বিজেপি সরকারের কাছে ভূমিপুত্রের স্পষ্ট সংজ্ঞা দাবি করে সুস্মিতা বলেন, অসমিয়া, জনজাতি, আদিবাসী, চা শ্রমিক পরিবার এবং পাঁচ মুসলমান জনগোষ্ঠীকে যেহেতু নানা সময়ে ভূমিপুত্র বলে ঘোষণা করা হয়েছে, বরাকের বাঙালিদেরও ভূমিপুত্র বলে ঘোষণা করতে হবে৷ নইলে ভোটের পরে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে বিজেপি সরকারকে আদালতে টেনে নেবেন বলে হুঁশিয়ারি দেন৷