Barak UpdatesHappeningsBreaking News
বরাকের জল বাড়ছে ঘণ্টায় ১ সেমি
ওয়ে টু বরাক, ৩০ মে : বরাকের জলস্তর বৃদ্ধির গতি আগের তুলনায় কিছুটা কমলেও ১-২ সেমি করে জল বেড়েই চলেছে। বৃহস্পতিবার রাত ১টায় জল বেড়েছে ১ সেন্টিমিটার। এর ফলে শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ২১.৫৪ মিটার।
আজ বিকেল একটা থেকে তিনটার মধ্যে কিছু সময় বরাক নদীর জল স্থিতাবস্থায় ছিল। কিন্তু ৪টা থেকে এখন পর্যন্ত প্রতি ঘন্টায় কখনও ১ সেন্টিমিটার, আবার কখনও ২ সেন্টিমিটার বেড়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০২২ সালে শিলচরে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সে সময় অন্নপূর্ণাঘাটে বরাকের সর্বোচ্চ জলস্তর ছিল ২১.৫৮ মিটার। সেই মাত্রা থেকে বর্তমানে মাত্র ৪ সেন্টিমিটার নিচে রয়েছে নদীর জলস্তর।