Barak UpdatesHappeningsSportsBreaking News

বরাকের ক্রিকেটে নয়া পালক জুড়ল ইটখলা

ওয়েটুবরাক, ৬ এপ্রিল: বরাকের ক্রিকেটে নয়া পালক জুড়ল ইটখলা অ্যাথলেটিক ক্লাব। বরাকের প্রথম দল হিসেবে তারা দখল করল আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাব। আসরের ফাইনালে এক উইকেটে তারা হারাল বরপেটার ত্রিরঙ্গা ক্রিকেট কোচিং সেন্টারকে।

আসরের মূলপর্ব হয়েছে গুয়াহাটিতে । টানটান উত্তেজনার মধ্যে রোমাঞ্চকর জয় পায় ইটখলা।গুয়াহাটির জাজেস ময়দানে প্রথমে ব্যাট করতে নেমে ৯৭ রান করে ত্রিরঙ্গা ক্রিকেট কোচিং সেন্টার। একদিনের ক্রিকেটে রান খুবই সামান্য বলা যায়। তবে তাদের স্বল্প রানে আটকাতে বড় ভুমিকা পালন করেন ইটখলার বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিঙের ফলে কবির হুসেন দেশমুখ এবং রঞ্জনবিকাশ দাস ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। কবির করলেন ৪১ রান। ১৭ রান আসে রঞ্জন বিকাশ দাসের ব্যাট থেকে। ইটখলার ঋত্বিক ধর ১৫ রানে তিনটি উইকেট দখল করেন।রাজ্য অনুরধ ১৬ দলের অধিনায়ক ছিলেন তিনি। আসরে দারুণ বোলিং করলেন। দখল করেন ১৬ টি উইকেট । সর্বাধিক উইকেট সংগ্রহের পুরস্কার পেলেন তিনি।
সাদেক ইমরান চৌধুরী, ইক্রামুল আলী, হর্ষ কুমার দুটি করে উইকেট দখল করেন। লো স্কোরিং ম্যাচ, ইটখলা সহজেই জিতবে বলে আশা করা হয়েছিল।তবে জয় সহজ হয়নি। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট খোয়াতে থাকে তারা। এক সময় তাদের রান ছিল নয় উইকেটে ৮৩ রান। এক কঠিন পরিস্থিতির মুখে তখন ইটখোলা। সেই সময় অভয় যাদব ও ঋত্বিক ধর দশম উইকেটে ১৮ রান সংগ্রহ করে দলকে জেতান।১২ বলে ১৩ রান করেন অভয় কুমার যাদব। আর ৫ রান আসে ঋত্বিক ধরের ব্যাট থেকে।চ্যাম্পিয়ন হওয়ার ফলে ট্রফি ছাড়াও দশ লক্ষ টাকা পেল ইটখলা। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার ছাড়াও ম্যান অব দ্য সিরিজ এবং সর্বাধিক উইকেট দখলের পুরস্কার লাভ করেন ঋত্বিক ধর ।

ইটখোলার খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন শিলচর ডি এস এ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়, ইন্ডিয়া ক্লাবের প্রাক্তন সচিব অমিত দত্ত, ডি এস এ-র সচিব অতনু ভট্টাচার্য, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস, রাজ্য সন্তোষ ট্রফি দলের প্রাক্তন অধিনায়ক বাহারুল ইসলাম লস্কর এবং ক্রীড়া সংগঠক চন্দন শর্মা।

এদিকে জয়ের খবর শিলচরে আসতেই খুশির হাওয়া বইতে থাকে ক্লাব সদস্যদের মধ্যে। ক্লাব কর্মকর্তারা ইটখলা পয়েন্টে মিলিত হয়ে আতস বাজি পুড়িয়ে জয় উদযাপন করেন। এদিকে খেলোয়াড়দের স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে ক্লাব। মঙ্গলবার খেলোয়াড়রা আসবেন। তাদের নিয়ে বাইকে শোভাযাত্রা বের করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker