Barak UpdatesHappeningsBreaking News
বরাকের আর্থ সামাজিক অবস্থান জানতে এনআইটি চণ্ডীগড়ের প্রতিনিধি দল শিলচরে
ওয়ে টু বরাক, ২৪ ফেব্রুয়ারি : উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ভাষা গোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক অবস্থানের ব্যবহারিক দিক প্রত্যক্ষ করতে এনআইটি চন্ডিগড়ের এক প্রতিনিধি দল শিলচর এনআইটি-তে এসে পৌঁছেছেন। ৪৫ দলের এই প্রতিনিধি দলে এনআইটি চন্ডিগড়ের শিক্ষক -শিক্ষিকারা রয়েছেন।
কেন্দ্র সরকারের সামাজিক ও ন্যায় মন্ত্রকের অধীন এক ভারত শ্রেষ্ঠ ভারত অভিযানের অঙ্গ হিসেবে শিলচর এনআইটিতে আসা এই প্রতিনিধি দলের সদস্যরা তিনদিন ধরে বরাক উপত্যকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে সেইসব এলাকার জনগণের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। বিশেষ করে তারা এশিয়ার বৃহত্তম বিল পরিদর্শন করে সেই এলাকার জনগণের সঙ্গে তাদের আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
এছাড়াও বিভিন্ন চা বাগান এলাকায় গিয়ে চা জনগোষ্ঠীর প্রতিনিধি ও বাগান শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন। প্রতিনিধি দলের সদস্যরা সেইসব এলাকার জনগণের সমস্যার ব্যাপারে অবগত হয়ে সেই সব সমস্যার সমাধানের লক্ষ্যে গবেষণা করে জনগণের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের দিক নির্দেশ করতে সহায়তা করবেন।
শনিবার শিলচর এনআইটিতে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিনিধি দলের সদস্যদের সামনে তুলে ধরা হবে। উল্লেখ্য, শিলচর এনআইটির সহযোগী পার্টনার হিসেবে রয়েছে এনআইটি চন্ডিগড়। এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিলচর এনআইটির রেজিস্ট্রার কে এল বৈষ্ণব।