Barak UpdatesHappeningsBreaking News
বরাকেও ধর্মঘট পালন করল মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভরা
ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি : সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন অব ইন্ডিয়া এবং উওর পূর্বাঞ্চলের শাখা সেন্টার অব মেডিকেল অ্যান্ড সেলস্ রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন-এর আহ্বানে মোট ১৬ দফা দাবি নিয়ে গত ১৯ জানুয়ারি সমগ্র ভারতবর্ষের মেডিক্যাল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভরা একদিনের ধর্মঘট পালন করে।
এদিন বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন প্রান্তে মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভরা তাঁদের কোম্পানিগত কাজ থেকে বিরত থাকেন । ১৬ দফা গণদাবি নিয়ে এক লিখিত প্রতিবেদন জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হয় । বারবার আবেদন, আলোচনা ও আন্দোলন করে কোনও ফলপ্রসূ কিছু না হওয়ায় দেশের পাঁচ লক্ষ মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভ ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন বলে জানান সিআরইউ’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়।
নিজেদের পেশাগত দাবির সঙ্গে রয়েছে ওষুধের দাম কমানো, রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানিগুলো পুনরায় চালু করা, দেশের মোট জাতীয় উৎপাদনের ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয়, শ্রমিক বিরোধী চারটি শ্রমকোড বাতিল, মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম বেতনের গ্যারান্টি, ৮ ঘণ্টা কাজের সময় সীমা সুনিশ্চিত করা এবং অনলাইনের মাধ্যমে ওষুধ বিক্রির কালোবাজারি বন্ধ করা ইত্যাদি। এই ধর্মঘটকে সর্বাত্মক সফল দাবি করে সিআরইউর জেলা সম্পাদক সারস্বত মালাকার সবাইকে ধন্যবাদ জানান৷