Barak UpdatesHappeningsBreaking News
বরাকেও অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দিচ্ছে কেশব স্মারক সংস্কৃতি সুরভী
ওয়েটুবরাক, ১৮ জুন: কেশব স্মারক সংস্কৃতি সুরভীর উদ্যোগে বরাক উপত্যকার তিন জেলার শহরে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন প্রদান করা হচ্ছে। কেশব স্মারক সংস্কৃতি সুরভীর পক্ষে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য জানিয়েছেন, “সেবা ইন্টারন্যাশনাল” নামের পৃথিবীব্যাপী বিস্তৃত সংস্থা কেশব স্মারক সংস্কৃতি সুরভীর শিলচর শাখার কার্যালয়ে মোট ২৫০টি অক্সিমিটার এবং ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন পাঠিয়েছে। এর মধ্যে মিজোরাম, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড়ে ২২ টি মেশিন করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকিগুলি মজুত রয়েছে কেশব স্মারক সংস্কৃতি সুরভীর শিলচর শাখার কার্যালয়ে। এইগুলিও করোনা রোগীদের মধ্যে বিতরণ করা হবে। শুভ্রাংশুবাবু আরও জানিয়েছেন, এইসব অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনের সঙ্গে অক্সিমিটার, পিপিই কিট এবং মাস্কও দেওয়া হচ্ছে।
কেশব স্মারক সংস্কৃতি সুরভীর কর্মকর্তারা প্রতিনিয়ত করোনা রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রেখে চলেছেন এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা আশা করছেন, অতি শীঘ্র আরও অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, ফ্যামিলি কিট, আরোগ্য মিত্র কেয়ার কিট তাঁদের শিলচর কার্যালয়ে এসে পৌঁছাবে।