Barak UpdatesHappeningsBreaking News
বরাকবঙ্গ এবং শিক্ষকদের প্রতিবাদে বরাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলায় শুভেচ্ছা বার্তা
ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি : শেষপর্যন্ত বরাক উপত্যকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলায় শুভেচ্ছাজ্ঞাপক ফেস্টুন পাঠাল অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ৷ প্রথমে তা শুধুই ইংরেজি ও অসমিয়ায় মুদ্রিত হয়ে এসেছিল৷ তা দেখেই একাংশ শিক্ষক প্রতিবাদে সোচ্চার হন৷ নিজেরা উদ্যোগ নিয়ে বাংলায় ফ্ল্যাক্স তৈরি করে পরীক্ষা কেন্দ্রের সামনে লাগান৷ উপত্যকায় ফের ভাষা আইন লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ ব্যক্ত করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সন্মেলন। বিষয়টি নিয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত শিক্ষা পরিষদের চেয়ারম্যান রুকমা গোঁহাই বরুয়া ও সচিব পুলক পাটগিরির কাছে চিঠি লিখে প্রতিবাদ জানান।
এর পরই আজ বুধবার রাজ্যে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও পরীক্ষার নীতি নির্দেশিকা জানাতে বরাক উপত্যকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে বাংলায় পাঠিয়েছে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ৷
প্রসঙ্গত, শুধু ইংরেজি ও অসমিয়ায় ফেস্টুন ও পরীক্ষাসামগ্রী দেখেই শিক্ষা পরিষদ কর্তাদের কাছে পাঠানো চিঠিতে সাধারণ সম্পাদক দত্ত প্রশ্ন তোলেন, বার বার একই ঘটনা কেন ঘটছে? সে নিয়ে তিনি চিঠিতে বিহিত পদক্ষেপ নেবার দাবিও রেখেছেন। পাশাপাশি শিলচরের চারটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ভাষা আইনকে মর্যাদা দিতে নিজেদের অর্থ দিয়ে ইংরেজি ও অসমিয়ার সঙ্গে বাংলা ভাষায়ও শিক্ষা পরিষদের প্রচার পত্রটি ছাপিয়ে ও ড্রয়িং কাগজে লিখে টাঙানোয় বরাকবঙ্গের তরফে তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে সময়োচিত উদ্যোগ নেওয়ার জন্য সাধারণ সম্পাদক দত্ত উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কাছাড় জেলার নেতৃবৃন্দকেও অভিনন্দন জানিয়ে গোটা উপত্যকায় শিক্ষকদের একইভাবে এগিয়ে এসে প্রতিবাদ জানাতে আহ্বান রেখেছেন।