Barak UpdatesHappeningsBreaking News
বরাকবঙ্গের বাংলা ডিপ্লোমা কোর্সের পরীক্ষায় সাড়া
ওয়েটুবরাক, ১৭ জুলাই : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূর-শিক্ষা কেন্দ্রের এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্সের দু পর্যায়ের পরীক্ষা গত ৯ ও ১৬ জুলাই শিলচরের রাধামাধব কলেজ, কাছাড় কলেজ ও করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে এতে ৩০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হন।
গত ১৬ জুলাই ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২য় ষাণ্মাসিক বকেয়া পরীক্ষা কাছাড় কলেজে অনুষ্ঠিত হয়েছে। দুবেলা ধরে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। দূর শিক্ষা কেন্দ্রের অবৈতনিক সঞ্চালক পরিতোষ চন্দ্র দত্ত, পরীক্ষা নিয়ন্ত্রক কবির হুসেইন, শিক্ষাধিকারিক সঞ্জীব দেবলস্কর, সহ নিবন্ধক জয়ন্ত দেবরায় ও তমোজিৎ সাহা পরীক্ষা পরিচালনায় ছিলেন । পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায়, দূর-শিক্ষাকেন্দ্রের উপদেষ্টা (ভূতপূর্ব আচার্য) সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, পরিচালন সমিতির অন্যতম সদস্য তৈমুর রাজা চৌধুরী, সম্মেলনের সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, শিলচর আঞ্চলিক সমিতির সম্পাদক উত্তমকুমার সাহা।
উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই চলতি শিক্ষা বর্ষের প্রথম সেমিস্টারের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা শিলচরে রাধামাধব কলেজে এবং করিমগঞ্জে বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে সুষ্ঠু ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে । শিলচর ও করিমগঞ্জ কেন্দ্রে মোট ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৯ জন পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। এই দূরশিক্ষা কেন্দ্রের এবার ৬ষ্ঠ বছর চলছে।