Barak UpdatesHappeningsCultureBreaking News
বরাকবঙ্গের ধামাইল কর্মশালায় ব্যাপক সাড়া
ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আয়োজিত ধামাইল কর্মশালায় ব্যাপক সাড়া মিলল । সম্মেলনের কেন্দ্রীয় সমিতির উদ্যোগে এবং কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত দুদিনের কর্মশালা রবিবার বিকেলে শেষ হয়েছে । এই কর্মশালায় কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধামাইল নৃত্যে আগ্রহী দেড় শতাধিক স্কুল ও কলেজ পড়ুয়া এবং মহিলা যোগ দেন। সঙ্গে ছিলেন বেশ কিছু সংখ্যক অভিভাবকও।
রবিবার প্রশিক্ষার্থীদের ধামাইলের তত্ব ও প্রয়োগগত দিক সম্পর্কে বিশেষ পাঠদান করেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক অমলেন্দু ভট্টাচার্য ও বীণাপাণি নাথ। এদের পাশাপাশি নৃত্যের প্রয়োগ প্রশিক্ষণ দেন শিপ্রা পুরকায়স্থ, নীলিমা নাথ ও ঝর্ণা নাথ। কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশিক্ষক বীণাপাণি নাথ বঙ্গ সংস্কৃতির অন্যতম উপাদান ধামাইলকে আত্মপরিচয় দ্যোতক হিসেবে বর্ণনা করে তাকে যথাযথভাবে রক্ষা করার আবেদন রাখেন । বলেন, বাঙালি সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বিশ্বায়নের প্রভাবে তাকে গুলিয়ে ফেলার চেষ্টা জাতির ভবিষ্যতের জন্য খুবই উদ্বেগজনক । কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর কর্মশালায় যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ধামাইলের শৈলী যথাযথভাবে শিক্ষা দেওয়ার জন্য আয়োজিত এই কর্মশালায় যেভাবে সাড়া মেলেছে তা যথেষ্ট উৎসাহব্যঞ্জক । কর্মশালা শেষে প্রশিক্ষার্থীদের হাতে সম্মেলনের সার্টিফিকেট তুলে দেন সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সব্যসাচী রায়, বিশিষ্ট সংগীত শিল্পী পঙ্কজ নাথ, প্রশিক্ষক শিপ্রা পুরকায়স্থ, নীলিমা নাথ, সঞ্জীব দেব লস্কর । গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সংস্কৃতি সম্পাদক অভিজিৎ ধর।
উল্লেখ্য, শনিবার থেকে বঙ্গভবন প্রাঙ্গণে এই কর্মশালা শুরু হয়েছিল । এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধামাইল বিশেষজ্ঞ বীণাপানি নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক মহবুবুল বারী। এ উপলক্ষে প্রকাশিত ধামাইল বিষয়ক ফোল্ডার উন্মোচন করেন লোকসংস্কৃতির আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব অমলেন্দু ভট্টাচার্য। দুদিনের কর্মশালায় সংগীত পরিচালনায় ছিলেন বিশিষ্ট লোক সঙ্গীত শিল্পী মঙ্গলা নাথ ।