Barak UpdatesHappeningsBreaking News

বন-পরিবেশ থেকে বাদ পরিমল, জুটল পরিবহন

ওয়েটুবরাক, ৯ জুন : নতুন দুই মন্ত্রীকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি পুরনো মন্ত্রীদের দফতরও রদবদল করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ নন্দিতা গার্লোসা এবং জয়ন্ত মল্লবরুয়া আজ বৃহস্পতিবার মন্ত্রী পদে গোপনীয়তার শপথ বাক্য পাঠ করেন৷ মন্ত্রিসভায় এখন মোট সদস্যসংখ্যা হল ১৬।

Rananuj

নন্দিতাকে বিদ্যুৎ, খনি ও খনিজ পদার্থ, সমবায় এবং আদিবাসী ও জনজাতিদের বিশ্বাস ও সংস্কৃতি দফতরের দায়িত্ব দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জয়ন্তকে দেওয়া হয়  জনস্বাস্থ্য কারিগরি, পর্যটন এবং দক্ষতা বিকাশ, কর্মসংস্থান ও ঔদ্যোগীকরণ দফতর৷

গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে বরাক উপত্যকার একমাত্র মন্ত্রী তথা মন্ত্রিসভার বাঙালি প্রতিনিধি পরিমল শুক্লবৈদ্যের দফতরে৷ তাকে গুরুত্বপূর্ণ বন ও পরিবেশ দফতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ শুক্লবৈদ্যের হাত থেকে বন ও পরিবেশ দফতর নিয়ে তা দেওয়া হল চন্দ্রমোহন পাটোয়ারিকে। পাটোয়ারির হাতে থাকা পরিবহণ পেলেন পরিমল৷ তাঁর মৎস্য ও আবগারি  যথারীতি বহাল রয়েছে৷

হিমন্ত বড় ধরনের পরিবর্তন এনেছেন অজন্তা নেওগের দায়িত্বেও৷ অর্থমন্ত্রকে রাখা হলেও পূর্ত দফতরটি কেড়ে নিয়েছেন৷ এখন তিনি নিজেই দেখবেন রাস্তা-সেতু-দালানবাড়ি নির্মাণের কাজকর্ম৷ অজন্তাকে অর্থের সঙ্গে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক দেওয়া হয়েছে৷ দফতর বদল করা হলো বিমল বরারও৷ বিদ্যুৎ থেকে সরানো হয়েছে তাঁকে৷ দেওয়া হয়েছে শিল্প, বাণিজ্য ও সরকারি ক্ষেত্র মন্ত্রক৷ থাকছে পুরনো সংস্কৃতি দফতরটিও৷

রদবদলের পর যা দাঁড়িয়েছে :

হিমন্ত বিশ্ব শর্মা : স্বরাষ্ট্র, পূর্ত ও কর্মচারী বিষয়ক৷ অবণ্টিত সব দফতর তিনিই দেখবেন৷

রণজিৎ কুমার দাস : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক এবং সাধারণ প্রশাসন৷

অতুল বরা : কৃষি, উদ্যান, পশুপালন ও পশুচিকিৎসা, সীমান্ত এলাকা উন্নয়ন এবং আসাম চুক্তি রূপায়ণ

উরখাউ গোরা ব্রহ্ম : হস্ততাঁত ও বস্ত্র, বড়োল্যান্ড এলাকা উন্নয়ন এবং ভূমি সংরক্ষণ৷

চন্দ্রমোহন পাটোয়ারি : বন ও পরিবেশ, অ্যাক্ট ইস্ট পলিসি বিষয়ক এবং সংখ্যালঘু উন্নয়ন৷

পরিমল শুক্লবৈদ্য : পরিবহন, মৎস্য  এবং আবগারি

কেশব মহন্ত : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মেডিক্যাল শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি

রণোজ পেগু : শিক্ষা, জনজাতি কল্যাণ এবং আদিবাসী ও জনজাতিদের বিশ্বাস ও সংস্কৃতি (শুধু লাইব্রেরি ও মিউজিয়াম)

অশোক সিংঘল : আবাসন ও নগরোন্নয়ন এবং সেচ

যোগেন মহন : রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা এবং পার্বত্য এলাকা উন্নয়ন৷

সঞ্জয় কিষান : চা জনজাতি কল্যাণ এবং শ্রম কল্যাণ

অজন্তা নেওগ : অর্থ এবং নারী ও শিশুকল্যাণ

পীযূষ হাজরিকা : জলসম্পদ, তথ্য ও জনসংযোগ, পরিষদীয় বিষয়ক এবং সামাজিক ন্যায় ও সবলীকরণ

বিমল বরা : শিল্প, বাণিজ্য ও সরকারি ক্ষেত্র এবং সংস্কৃতি বিষয়ক

নন্দিতা গারলোসা : বিদ্যুৎ, খনি ও খনিজ পদার্থ, সমবায় এবং আদিবাসী ও জনজাতিদের বিশ্বাস ও সংস্কৃতি

জয়ন্ত মল্লবরুয়া : জনস্বাস্থ্য কারিগরি, পর্যটন এবং দক্ষতা বিকাশ, কর্মসংস্থান ও ঔদ্যোগীকরণ দফতর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker