NE UpdatesHappeningsBreaking News
বন্যা মোকাবিলায় আসামকে ২ কোটি দিচ্ছে কেরল সরকার
২৮ জুলাই : আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে ২ কোটি টাকা দেবে কেরল সরকার। খুব শীঘ্রই এই অর্থ আসাম সরকারকে তুলে দেওয়া হবে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে এই অর্থ আসাম সরকারকে তুলে দেওয়ার কথা জানিয়েছেন।
আসামের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১০৩ জন প্রাণ হারিয়েছেন। আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের ২২টি জেলা বন্যার কবলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২২,৩৩,৯২০ জন। ২০২৬ গ্রামের ১,০৯,২৩৬ হেক্টর কৃষিজমি বন্যার জলে তলিয়ে গেছে। ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন জেলায় এ পর্যন্ত ৪৩২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এগুলোতে আশ্রয় নিয়েছেন ৪৫,৫৬৫ জন বন্যাক্রান্ত। কাজিরঙ্গা জাতীয় উদ্যানের প্রায় ৮০ শতাংশ জলের তলায় রয়েছে। বন্যার জলে ১৩২টি বন্যপ্রাণী প্রাণ হারিয়েছে।