Barak UpdatesAnalyticsBreaking News
বন্যা পরিস্থিতির জন্য আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করিমগঞ্জে
ওয়ে টু বরাক, ৪ জুলাই : করিমগঞ্জের জেলা আয়ুক্ত বুধবার এক আদেশ জারি করে ৪ জুলাই থেকে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন।
এই আদেশে বলা হয়েছে, লঙ্গাই, কুশিয়ারা ও বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় এবং প্রতিকুল আবহাওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ জুলাই থেকে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে পূর্বনির্ধারিত সুচি অনুসারে কোনও পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30(2)(v) ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকছে।