Barak UpdatesHappeningsBreaking News
বন্যা-দুর্ভোগের জন্য প্রশাসনকে দায়ী করল বিডিএফ
ওয়েটুবরাক, ২১ জুন : প্রলয়ঙ্করী বন্যায় আক্রান্ত শহর শিলচর। শহরবাসীর দিশেহারা অবস্থা। এজন্য সরকার এবং প্রশাসনকে কাঠগড়ায় তুলে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, প্রশাসনের চূড়ান্ত অবহেলার জন্য এই পরিণতি হয়েছে। গত বন্যার পর বেতুকান্দি,বেরেঙ্গার বাঁধের ভাঙা অংশকে মেরামত করার জন্য ২০ দিন সময় পেয়েছে প্রশাসন। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কাজ করা উচিত ছিল। কিন্তু বন্যা চলাকালে এই বিষয় নিয়ে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের যতটা তৎপরতা দেখা গিয়েছিল, বন্যা শেষ হবার পর তার ছিঁটেফোটাও দেখা যায়নি । তিনি বলেন, এখন যে পর্যায়ে পরিস্থিতি গেছে সে তুলনায় প্রশাসনিক তৎপরতা এখনও নগন্য। তাই তিনি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন।
বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদী খনন জরুরি। কিন্তু প্রচুর হইচই করে নমামি বরাক উৎসবের সময় বরাক খননের কাজ শুরু হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায়। সরকারের এইসব অপরিণামদর্শী পদক্ষেপেরই মাশুল দিতে হচ্ছে বরাকের জনগণকে।
বিডিএফ-এর মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে-র পরামর্শ, বাঁধ এবং স্লুইস গেট মেরামত,যশহরের নালা-নর্দমাকে আবর্জনা মুক্ত করা এবং নদী খনন এসব ব্যাপারকে এখন প্রাথমিকতা দিয়ে, সময়ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে এবং তা জনগণকে জানাতে হবে। একই সঙ্গে শহরের নাগরিকদের প্লাস্টিক সহ সমস্ত আবর্জনা যেখানে খুশি না ফেলার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হবার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।