Barak UpdatesHappenings
বন্যার্তদের ত্রাণ দিল লিও শিলচর কেয়ার ও নেতাজি সংস্থা
ওয়ে টু বরাক, ১৩ জুলাই : কাছাড় জেলার কাটিগড়ায় ভারত বাংলাদেশ সীমান্তের একটি গ্রামের জনগণ বিগত দুটি বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাক্রান্তদের পাশে দাঁড়াতে সরকারি বিভাগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও তাদের ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে।
শুক্রবার লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২জি-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন হরিনগর পার্ট ১ ও ২ এর কয়েক শতাধিক পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই খাদ্যসামগ্রী বিতরণ করতে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি অনুপ দেবের নেতৃত্বে উপস্থিত ছিলেন সম্পাদক মলয় পাল, কোষাধ্যক্ষ রাজু ভৌমিক, বিদায়ী সভাপতি অভিষেক দাস, ক্লাবের প্রশাসনিক আধিকারিক সুবীর বণিক, যুগ্ম কোষাধ্যক্ষ কৃষ্ণ কংসবনিক, সার্ভিস চেয়ারপার্সন সঞ্জয় পাল, মার্কেটিং চেয়ারপার্সন দিলু দাস, লিও ক্লাব অব শিলচর কেয়ারের পক্ষে বিদায়ী সভানেত্রী শ্বেতা দে, সংখ্যায়ন পাল, অভিষেক আচার্য, প্রজ্জ্বলিতা ভট্টাচার্য, ময়ূরী নাথ, শ্রেয়া নাগ প্রমুখ।
এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজকর্মী তথা নেতাজি ছাত্র যুব সংস্থার উপদেষ্টা নির্ঝর দাস, সহ সম্পাদক বরুহান মজুমদার, সমাজকর্মী সন্তোষ দেবনাথ, মনোজ নাথ, স্থানীয় সমাজকর্মী হেলিম উদ্দিন ববড়ভূঁইয়া প্রমুখ উপস্থিত হয়ে বন্যায় আক্রান্ত পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।