Barak UpdatesHappeningsBreaking News
বন্যাদুর্গতদের খোঁজ নিতে কাটিগড়া-কালাইনে মন্ত্রী-ডিসি
ওয়েটুবরাক, ২০ মে: কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংঘল, জেলাশাসক কীর্তি জল্লি এবং জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে শুক্রবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন । মন্ত্রী সিংঘল মোহনপুর এলপি স্কুল, মদুয়া এলপি স্কুল, মহাদেবপুর, জালালপুর, বালিছড়া বিএসএফ ক্যাম্প, গুমড়া পাবলিক এমই স্কুল, বিক্রমপুর গোলকনাথ উচ্চ বিদ্যালয় এবং হুরাউলি এলপি স্কুলে আশ্রয় নেওয়া বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেন। তিনি পরে বন্যাবিধ্বস্ত বড়খলা এলাকাও পরিদর্শন করেন।
সফরকালে মন্ত্রী সিংঘল ত্রাণসামগ্রী বন্টন কাজ পরিদর্শন করেন এবং জলবন্দিদের উদ্ধার অভিযান পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের মনোবল বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন। ত্রাণ শিবিরগুলিতে বন্যার্তদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। শনিবার তাঁর লক্ষ্মীপুর বিধানসভা এলাকা পরিদর্শনের কথা রয়েছে।