Barak UpdatesHappeningsBreaking News
বন্যাক্রান্তদের রোটারেক্ট ক্লাবের প্যাড বিতরণ
ওয়েটুবরাক, ২৯ মে : আন্তর্জাতিক রজঃস্রাব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে রবিবার বন্যায় আক্রান্ত দুঃস্থ মহিলাদের মধ্যে প্যাড বিতরণ করে রোটারেক্ট ক্লাব শিলচর । রবিবার শিলচর শহর এলাকায় থাকা আশ্রিতদের মধ্যে ৮০০টিরও অধিক প্যাড বিতরণ করা হয়। এবারের বন্যা পরিস্থিতি ভয়ানক রূপ নিয়েছে, বহু মানুষ বাস্তুহারা, এই দুঃসহ সময়ে যে যতখানি সম্ভব সাহায্যকর্মে এগিয়ে আসাই মানবতার আসল ধর্ম বলে মন্তব্য করেন রোটারেক্ট ক্লাবের সভাপতি সুহান আহমেদ স্বপ্নিল।
প্যাড বিতরণ ছাড়াও রজঃস্রাব পরিচ্ছন্নতা সম্পর্কে মহিলাদের সচেতন করেন উপস্থিত চিকিৎসক ও ক্লাব সদস্য ডাঃ পূর্বা মজুমদার, ডাঃ সমুজ্জল ভট্টাচার্য ও ডাঃ মন্দিরা পাল। মহিলাদের এই সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেন তাঁরা৷ পাশাপাশি স্বাস্থ্যঝুঁকির ব্যাপারেও অবহিত করেন৷