Barak UpdatesHappeningsBreaking News
বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির করল সাউথ সিটি হসপিটাল
ওয়েটুবরাক, ৩ জুলাই : শিলচর সাউথ সিটি হসপিটালের সৌজন্যে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
শিলচর পলিটেকনিক ইনস্টিটিউটে বন্যার তাণ্ডবে বহু লোক গৃহছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন। এই স্বল্প পরিসরের মধ্যে এত পরিবারের লোক এক জায়গায় অবস্থান করার দরুন স্বাভাবিক ভাবেই স্বাস্থ্য নিয়ে নানা সমস্যার উদ্ভব হয়। যাতে কোনও ধরনের রোগ সংক্রমিত হয়ে নতুন করে সমস্যার সৃষ্টি না করে, সে জন্য সাউথ সিটি হসপিটালের তরফ থেকে অভিজ্ঞ চিকিৎসক দল দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয়। এই শিবিরে ২৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসক দলের মধ্যে ছিলেন ডাঃ বিপ্লব নাথ, ডাঃ জায়েদ আহমেদ, ডাঃ জয় প্রসাদ সিনহা, ডাঃ তুহিনা হক লস্কর ও ডাঃ রিতু সিনহা৷ ছিলেন হসপিটালের অন্যান্য নার্স৷ সহকারী ম্যানেজার অনুপম নন্দী শিবিরটি পরিচালনা করেন।
এই শিবির আয়োজনে শিলচর পলিটেকনিক কর্তৃপক্ষ সহযোগিতা করায় সাউথ সিটি হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর নীলাভ মজুমদার মৃদুল ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।