India & World UpdatesHappeningsBreaking News
বন্যপ্রাণী সুরক্ষা নিয়ে ইউএসটিএমে বক্তৃতা করলেন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী
ওয়েটুবরাক, ২৬ নভেম্বর : গত শনিবার মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিএম)-তে বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক এক কর্মশালা আয়োজিত হয়। তাতে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞানের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী।
উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য জুড়ে যে বিস্তীর্ণ এলাকা, জীববৈচিত্রের দিক দিয়ে এটা একটা হটস্পট বলে চিহ্নিত। এ অঞ্চলে থাকা বন্যপ্রাণীগুলো সম্পর্কে ‘জনমানসে বন্যপ্রাণীর মূল্যবোধ’ এবং ‘উত্তর পূর্ব ভারতে তাদের সংরক্ষণের সাথে জড়িত সমস্যা সমূহ তথা এগুলো দূরীকরণের পন্থা পদ্ধতি’ শীর্ষক বিস্তৃত আলোচনায় এদের সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং বনাঞ্চলের সঙ্গে পশুপাখির যে নিবিড় সম্পর্ক পরিলক্ষিত হয়, সেগুলো সম্পর্কিত পরিবেশগত প্রক্রিয়া ইত্যাদি বিষয় অধ্যাপক চৌধুরীর বক্তব্যে উঠে আসে।
ক্রমবর্ধমান জনবিস্ফোরণের প্রভাব, বন্যপ্রাণীর আবাসস্থল সঙ্কোচন, দেদার বনধ্বংস, আসাম মিজোরাম সীমান্ত দিয়ে ঘন ঘন বিদেশি বন্যপ্রাণী চোরাচালান ইত্যাদি বিষয়ও তাঁর বক্তব্যে প্রাধান্য পায় এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে আরও বেশি কর্মনিষ্ঠ হওয়ার অনুরোধ জানান ড. পার্থঙ্কর চৌধুরী৷
বিশ্ববিদ্যালয়ের আচার্য মেহবুবুল হক অধ্যাপক চৌধুরীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।