Barak UpdatesHappeningsBreaking News
বনধ ডাকায় প্রদীপ দত্তরায়কে নোটিশ পাঠালেন হাইলাকান্দির এসপি
ওয়েটুবরাক, ২৪ জুনঃ ডিলিমিটেশনের প্রতিবাদে বরাক বনধ ডাকায় বিডিএফ নেতা প্রদীপ দত্তরায়কে সতর্ক করে নোটিশ পাঠিয়েছেন হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দোলে। ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৯ নং ধারার উল্লেখ করে তিনি বলেন, তাঁর কাছে খবর রয়েছে, ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ডিলিমিটেশন খসড়ার প্রতিবাদে ৩০ জুন বারো ঘণ্টার বরাক বনধ ডেকেছে বিডিএফ। তাতে আইন-শৃঙ্খলা জনিত সমস্যা দেখা দিতে পারে, যা অপরাধ হিসেবে গণ্য হবে। তাই প্রদীপবাবুদের এই ধরনের অপরাধ থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার দোলে। নইলে যে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, তাও তিনি বিডিএফ নেতাকে জানিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, বনধের তারিখ এগিয়ে এনেছে বিডিএফ। শনিবার তাঁরা বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, বনধ পালিত হবে আগামী ২৭ জুন, মঙ্গলবার। প্রদীপবাবু নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, প্রতিটি বরাকবাসী ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে। ফলে বনধ ঘিরে আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হওয়ার কোনও কারণ নেই। তিনি আশাবাদী, এই বনধ নির্বিঘ্ন, সর্বাত্মক ও শান্তিপূর্ণ হবে।