Barak UpdatesHappeningsBreaking News
বনধের বিরোধিতায় ব্যবসায়ী সংস্থা জোটবদ্ধ
ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বরঃ আগামীকাল সোমবারের ভারত বনধের বিরোধিতা করল আসাম চেম্বার অব কমার্স, শিলচর চেম্বার অব কমার্স, ফুডগ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি অব বিজন্যাস অ্যাসোসিয়েশনস। চার সংগঠনের চার কর্তা ক্রমে বিবেক পোদ্দার, মৃদুল মজুমদার, দীপক পাল এবং অসিত দত্ত আজ রবিবার সাংবাদিকদের বলেন, এই বনধ অর্থহীন। দুই বছর ধরে মানুষ কোভিডের দরুন ব্যবসা-বাণিজ্যে মার খাচ্ছে। এই সময়ে বাজার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আর এখনই এমন বনধ ডাকা পুরোপুরি অনৈতিক।
তাদের কথায়, এ শুধু একদিনের বনধ নয়, একদিনের বনধে দশদিনের জন্য ব্যবসায়ের প্রবাহমানতাকে নষ্ট করবে। তাঁদের কথায়, দ্বিতীয় শনিবার, রবিবারের পর সোমবার বনধ ডাকার একটা বদমতলবও রয়েছে। সরকারি-বেসরকারি কর্মচারীরা একে লাগাতার তিনদিনের ছুটি হিসেবে নেবে। তাতে তাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে।
তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, এই অঞ্চলে তাঁরা নিজেদের দোকানপাট খোলা রাখবেন। অন্যদের উদ্দেশেও আহ্বান জানান, বনধ বিরোধিতা করে সোমবার দোকানপাট খোলা রাখতে। কিছু সংগঠন বনধকে বার্ষিক অনুষ্ঠানে পরিণত করেছে বলেও তাঁরা মন্তব্য করেন। বলেন, নিজেদের অস্তিত্বের জানান দিতে সহজ অস্ত্র পেয়ে গিয়েছেন তারা, বনধ ডেকে বসেন। এই প্রথা ভাঙতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অসিত দত্ত, মৃদুল মজুমদার, বিবেক পোদ্দার ও দীপক পাল।