Barak UpdatesHappeningsBreaking News
বনতারাপুরের নিখোঁজ বিষ্ণুজিৎ সিংহের মৃতদেহ উদ্ধার, সরব তৃণমূল
ওয়েটুবরাক, ২১ ডিসেম্বর : বনতারাপুরের যুবক বিষ্ণুজিৎ সিংহ নিখোঁজ ও পরে সোনাই নদী থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরব হলো তৃণমূল কংগ্রেস। রবিবার বনতারাপুরে মৃত বিষ্ণুজিৎ সিংহের বাড়িতে গিয়ে শোকার্ত পরিজনদের সমবেদনা জানান৷ তাঁরা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন৷
সোনাই বিধানসভা কেন্দ্রের বনতারাপুরের বছর পঁচিশের যুবক বিষ্ণুজিৎ সিংহ গত ৯ ডিসেম্বর করিমগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। সেদিন বিকেল সাড়ে পাঁচটায় কাছাড় জেলার নতুন বাজার পর্যন্ত এসে তিনি তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। তার পর আর ফোনে পাওয়া যায়নি। প্রথমে রিং বাজছিল, পরে ফোন সুইচড অফ। পরদিন পরিবারের পক্ষ থেকে সোনাই থানাতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দেওয়া হয়। ১৪ ডিসেম্বর সোনাই নদীর বাগপুর সাহেব বাড়িঘাটে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকরাই নদীতে মৃতদেহ দেখার খবর পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শান্তিকুমার বলেন, এরা যেমন নিখোঁজ যুবককে জীবিত উদ্ধার করতে পারেনি, তেমনি মৃতদেহও খুঁজে পায়নি৷ এখন মৃতদেহ উদ্ধারের পরও দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পারছে না। তিনি বিষ্ণুজিৎ সিংয়ের হত্যাকারীদের শীঘ্র শনাক্ত করার দাবি জানান।
এদিকে, ‘জাস্টিস অফ বিষ্ণুজিৎ সিংহ মার্ডার’ নামের একটি সংগঠন তৈরি করা হয়েছে৷ শীঘ্রই তারা আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।