Barak UpdatesHappeningsBreaking News
বদলা নিতে খুন মাদ্রাসা ছাত্রকে, স্বীকারোক্তি ধৃত শিক্ষকের
ওয়েটুবরাক, ১৫ অগস্টঃ আসামের কাছাড় জেলায় মাদ্রাসার ছাত্রাবাসে ১১ বছরের ছাত্রকে হত্যা করেছে তাঁরই শিক্ষক৷ পুলিশ জানায়, ৩৫ বছর বয়সী হাফিজ মহসিন রহমান ছাত্রহত্যার দায় স্বীকার করেছেন৷ জেরায় তিনি জানিয়েছেন, রজিমুল হোসেন চৌধুরী নামের ওই ছাত্র কিছুদিন আগে ছাত্রাবাস থেকে পালিয়ে গিয়েছিল৷ ফিরে এলে তিনি বেত্রাঘাত করেন বলে তাঁর অভিভাবক বিচারসভা বসান৷ সেখানে তাঁকে মাফ চাইতে হয়েছিল৷ সে দিন থেকেই তিনি বদলা নেওয়ার অপেক্ষায় ছিলেন৷ শনিবার রাতে ছাত্রাবাসের সবাই ঘুমিয়ে পড়লে তিনি ছুরি দিয়ে রজিমুলের গলা কেটে দেন৷ রবিবার ভোরে অন্যদিনের মতোই নামাজের জন্য তাদের ডাকতে গিয়েছিলেন মাদ্রাসার মহদ্দিস। তাঁরই প্রথম নজরে পড়ে রজিমুলের মৃতদেহ। পুলিশ সহ স্কুল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়, এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ মহসিন সহ তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায়৷ তখনই একই জেলার কালাইনের বাসিন্দা মহসিন নিজের দোষ স্বীকার করেন। প্রশাসনের তরফে হাওয়াইথাঙের দারুস সালাম আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা নামের ওই বেসরকারি মাদ্রাসাটি সিল করে দেওয়া হয়েছে।