Barak UpdatesHappeningsBreaking News
বদরপুরে ধৃত পিস্তল সরবরাহকারী পুলিশের গুলিতে হত
ওয়েটুবরাক, ২৪ আগস্টঃ সোমবার দুপুরে বদরপুরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে পাঁচ পিস্তল সহ ধরা পড়েছিল দুই যুবক। তাদেরই একজন রাতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে। করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, নিহত যুবকের নাম নুরুল ইসলাম (৩১)। বাড়ি পাথারকান্দি থানাধীন ধলছড়া লামারগ্রামে। পুলিশ সুপার বরুয়া বলেন, সোমবার রাতে জিজ্ঞাসাবাদের সময় নুরুল জানায়, আরও দুটি পিস্তল অন্যত্র রেখে এসেছে৷ সেগুলি উদ্ধারের জন্য তাকে নিয়ে বদরপুরেরই নিরালা গ্রামের মেঠোপথে হেঁটে যাওয়ার সময় আচমকা সে এক কনস্টেবলের বন্দুক কেড়ে গুলি ছুঁড়তে উদ্যত হয়৷ তখনই সঙ্গে থাকা অন্য পুলিশেরা আত্মরক্ষায় গুলি চালান৷ পরে তারাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন৷
একইসঙ্গে ধৃত নাগা যুবক হেনৌ লিয়াং খিয়াম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সিরাজউদ্দিনের পুত্র নুরুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে রাখা হয়েছে।