NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বদরপুরে গ্রেফতার ইউক্রেনের দুই নাগরিক

ওয়েটুবরাক, ২১ এপ্রিল : বদরপুর রেলস্টেশনে ধরা পড়ল ইউক্রেনের দুই নাগরিক৷ বৃহস্পতিবার রাতে ফিরোজপুর ক্যান্টনগামী ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস বদরপুরে দাঁড়ালে জিআরপি-র দুই কনস্টেবল রুটিন তল্লাশি চালাচ্ছিলেন৷ তখনই দুই বিদেশি নাগরিক তাঁদের নজরে পড়ে৷ পাসপোর্ট-ভিসা দেখাতে বললে সাড়া মেলেনি৷ পরে তাদের বদরপুর জিআরপি থানায় ধরে নিয়ে যাওয়া হয়৷ দেখা যায়, পাসপোর্ট-ভিসা বা ভারতে প্রবেশের কোনও নথি তাদের কাছে নেই৷ অবৈধ উপায়ে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের৷ আগরতলা থেকে ট্রেনে উঠেছে বলে জানালেও সেখানে কীভাবে গিয়েছিল, তা আর বলতে পারেনি৷ ধৃতরা হল ত্রিসচয়ানস্কি ভলদিমির (৩৯) ও নাজারি ভজনিউক (২১)৷

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যখন গোটা বিশ্ববাসীকে উদ্বেগে রেখেছে, সে সময় বদরপুরে দুই ইউক্রেনীয় যুবক গ্রেফতারের ঘটনায় বিস্তৃত এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস আগরতলা থেকে ছেড়ে বদরপুর, গুয়াহাটি হয়ে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লি, হরিয়ানা পেরিয়ে পঞ্জাবের ফিরোজপুরে গিয়ে সমাপ্ত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker