NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesBreaking News

বড়ো মাধ্যমের স্কুলে অসমিয়া পড়ানো চলবে না, আবসুর দাবি

ওয়েটুবরাক, 28 নভেম্বরঃ রাজ্য সরকারের প্রচলিত চারভাষা সূত্র বড়োল্যান্ডে কার্যকর না করার দাবি তুলল বড়ো ছাত্র সংস্থা (আবসু)৷ ছাত্র সংগঠনটির কর্মকর্তারা আজ বলেন, বড়োল্যান্ডের বড়ো ভাষার স্কুলে অসমিয়া না পড়ালে ছাত্রদের ওপর চাপ অনেক কমে যাবে৷ সে ক্ষেত্রে তারা শুধু ইংরেজি, হিন্দি ও বড়ো ভাষা পড়বে৷ অন্যদিকে, বড়োল্যান্ডে হলেও অসমিয়া মাধ্যমের স্কুলে অসমিয়া পড়ানো হোক৷ ইংরেজি-হিন্দির সঙ্গে অসমিয়াও পড়ানো হোক তাদের৷

চারভাষা সূত্রে বড়োল্যান্ড এলাকায় ইংরেজি, হিন্দি, বড়ো-র সঙ্গে অসমিয়া শেখাতে হবে৷ আবসু ওই সূত্র বদলে আগের মতো অসমিয়া বাদে বাকি তিনটি ভাষা শেখানোর জোরালো দাবি জানায়৷

অসমিয়া জাতীয়তাবাদীদের একাংশ একে তাঁদের ভাষার প্রতি অপমান এবং আবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker